Sister Nivedita library Pics: দর্শকদের জন্য খুলে দেওয়া হল নিবেদিতার স্মৃতি বিজড়িত বাসভবন
১৬ নম্বর বোসপাড়া লেন। একদা এটাই ঠিকানা ছিল সিস্টার নিবেদিতার। ভারতে এসে মায়ের বাড়ির পাড়ায় এই ঠিকানাতেই ওঠেন সিস্টার। সিস্টারের স্মৃতিবিজড়িত সেই বাড়িতে এখন তৈরি হয়েছে সংগ্রহশালা। করোনাকালে দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এই বাড়ি। আজ ফের সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল এই বাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছর ১৫ মার্চ উদ্বোধন হয় এই সংগ্রহশালা। আজ টিকিট কেটে সংগ্রহশালায় প্রবেশ করেন দর্শনার্থীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর শুধু শনি ও রবিবার খোলা থাকবে সংগ্রহশালা। প্রবেশের ক্ষেত্রে একাধিক করোনা বিধি মানতে হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
আজ টিকিট কেটে সংগ্রহশালায় প্রবেশ করেন দর্শনার্থীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর শুধু শনি ও রবিবার খোলা থাকবে সংগ্রহশালা। প্রবেশের ক্ষেত্রে একাধিক করোনা বিধি মানতে হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টে এবং রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ও দুপুর ৩টে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত সংগ্রহশালা খোলা থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা বিধি মেনে সংগ্রহশালায় ঢোকার সময় দর্শনার্থীদের থার্মাল চেকিং হবে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। ছোট ছোট দলে দর্শনার্থীদের সংগ্রহশালায় ঢুকতে দেওয়া হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফোন করে অগ্রিম বুকিং করতে হবে।
সিস্টারের এই বাড়িতেই একাধিকবার এসেছেন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আচার্য জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে একাধিক গুণী ব্যক্তিরা।
স্বামীজি চেয়েছিলেন সিস্টার মায়ের বাড়ির কাছাকাছি থাকুন। তাই বাগবাজারেই প্রথম এসে ওঠেন সিস্টার। ১৬ নম্বর বোসপাড়া লেনের এই বাড়িতেই প্রথম মেয়েদের জন্য স্কুল শুরু করেন সিস্টার নিবেদিতা।
প্লেগ মহামারী ছড়িয়ে পড়ার সময়ও এই বাড়ি থেকেই আর্তদের সেবা করেছিলেন সিস্টার।
আজ অনেক মানুষ আসেন সিস্টারের স্মৃতি বিজড়িত এই বাড়িতে। প্রত্যেকেই মাস্ক পরে, করোনাবিধি মেনেই দর্শন করতে ঢোকেন।
এই বাড়ি নিয়ে সিস্টার একবার লিখছিলেন, ''এই বাড়ি আমায় দত্তক নিয়েছে। একে আমি কোনওদিনও ছেড়ে যাব না''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -