Kolkata Metro Token back : ফের মেট্রোয় ফিরল টোকেন পরিষেবা, কীভাবে জীবাণুমুক্ত করা হবে?
করোনা পরিস্থিতিতে ফের মেট্রোয় ফিরল টোকেন পরিষেবা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিটি স্টেশনেই আজ থেকে টোকেন দেওয়া হচ্ছে মেট্রো যাত্রীদের
করোনা আবহে সংক্রমণ এড়াতে প্রতিটি স্টেশনে টোকেন স্যানিটাইজিং মেশিন
নির্দিষ্ট সময় অন্তর টোকেনগুলিকে জীবাণুমুক্ত করা হবে বলে মেট্রো সূত্রে খবর
পাশাপাশি, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখনই বাড়ছে না রেকের সংখ্যা
টোকেন চালু হলে যাত্রীদের ভিড় বাড়ছে কি না, তা খতিয়ে দেখা হবে
ভবিষ্যতে রেকের সংখ্যা বাড়ানো হতে পারে
কোভিড পরিস্থিতিতে গত বছর ২৩ মার্চ বন্ধ হয়ে যায় মেট্রো।
ওই বছরই ১৪ সেপ্টেম্বর ফের চালু হয় পরিষেবা। কিন্তু তখন শুধু স্মার্ট কার্ড ও QR কোডের সাহায্যে মেট্রোয় ওঠা যেত। বন্ধ ছিল টোকেন
অনেকেই স্মার্ট কার্ড কেটে একটি, দু’টি রাইডের পর তা ফেরত দিচ্ছিলেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -