Kolkata: বড়দিনে করোনা সচেতনতায় ছোটদের জন্য মাস্ক, স্যানিটাইজার বিতরণ ডাক্তার 'সান্তা'র
করোনার প্রকোপ, তার ওপর আবার ওমিক্রন। এরই মধ্যে ছোটদের বড়দিন উৎসব পালিত হচ্ছে। (সব ছবি ও তথ্য সৌজন্যে ঝিলম করঞ্জাই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসচেতনতা শিকেয় উঠেছে। মাস্ক স্যানিটাইজার ইত্যাদি কেনা প্রায় বন্ধ । এমন একটা সময় ছোটদের বড়দিন চিন্তা বাড়িয়েছে।
সান্তাক্লজ তাই ছোটদের কাছে পৌঁছে দিচ্ছেন এই গুরুত্বপূর্ণ সময়ে মাস্ক ও স্যানিটাইজার।
এলাকার কচি কাঁচাদের এভাবেই স্যানিটাজার বিতরণ করা হল বিভিন্ন এলাকায়।
ডাক্তারবাবু সান্তাক্লজ সেজে পথ শিশুসহ সব শিশুদের গিফট দিচ্ছেন জীবনদায়ী মেডিক্যাল সরঞ্জাম ।
খিদিরপুরের এক চিকিৎসকের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়ে নিয়েছে সবার।
এলাকার পথ শিশুদের করোনা পরীক্ষা করছেন তিনি। সঙ্গে বড়দিনের জন্য আলাদা উপহারও থাকছে।
সেই চিকিৎসক জানিয়েছেন যে তিনি, করোনায় জেলায় শহরে ঘুরে ঘুরে এই কাজই করেছেন। করে চলেছেন এখনও। তিনি চিন্তিত। মানুষের জন্য।
প্রচুর পথ শিশু ও তাদের অভিভাবকরা এই ক্যাম্পে এসে যোগ দেয়। বিশেষ দিনে বিশেষ মানুষের এই কাজটিকে সফল করে তোলার জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -