Mamata on Eid: ইদের নমাজে স্নেহের পরশ, রেড রোডে মমতা-অভিষেকের সঙ্গী ছোট্ট আজানিয়া
দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ইদ। কলকাতাতেও অন্যথা হয়নি। প্রতি বছরের মতো এ বছরও রেড রোডে নমাজপাঠের আয়োজন হয়। তাতে হাজিরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি বছরই রেড রোডের নমাজ দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এ বারে সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর সেখানে তাঁদের সঙ্গী হয় অভিষেক-কন্যা আজানিয়া। সাদা চুড়িদার, নীল ওড়নায় মমতার ঠিক পিছনেই ছিল সে। উৎসবের মরশুমে সপরিবারে মুখ্যমন্ত্রী বিশেষ করে ছোট্ট আজানিয়ার উপস্থিতি মন কেড়েছে সকলের। এর আগে, জয়ের মঞ্চে, ইডি-সিবিআই নিয়ে টানাপোড়েনের সময়ও পিসিঠাম্মার সঙ্গে দেখা গিয়েছিল তাকে।
রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে এ দিন ঐক্যের বার্তা দেন মমতা। জানান, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সকলকে একসঙ্গে বাঁচতে হবে। লড়তে হবে একসঙ্গে এবং জিততেও হবে।
মমতা বলেন, মমতা জানিয়েছেন, সকলকে নিয়ে চলার শিক্ষাই তিনি পেয়েছেন মা-বাবার কাছ থেকে। আজীবন সেই লক্ষ্য নিয়েই চলবেন। তার জন্য আত্মবলিদান দিতেও কুণ্ঠা বোধ করবেন না।
রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি-কেও একহাত নেন মমতা। বলেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক নেই। বিভাজনের রাজনীতি চলছে। তার মধ্যেও কথা দিচ্ছি, যত দিন বাঁচব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সকলের জন্য লড়ব।
মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায় বিচারের জন্য আত্মবলিদান দিতেও তিনি প্রস্তুত বলে জানান। বলেন, চোখরাঙানির সামনে মাথা নোয়াব না।
মমতা বলেন, ধর্ম যার যার নিজের নিজের। কিন্তু উৎসব সকলের। এই ইদ শান্তি, সম্প্রীতি, সুখ বয়ে আনুক। বাংলাই শান্তি এবং সংহতির পথ দেখাবে।
মমতার কথায়, যারা ভয় পায়, তারাই মরে। তাই যা করতে হয় করব। আমি কাউকে ভয় পাই না। কফন আমার জন্য অপেক্ষা করে, আমি কফনের জন্য নয়।
যে বিভাজন, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে, তা ঠিক নয় দেশের জন্য। আমরা ঐক্য চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়, আমরা চাই, অচ্ছে দিন সকলকে একজোট করুক। আমাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে: মমতা।
কেউ কেউ মিথ্যে বলে হিন্দু-মুসলমানকে টুকরো টুকরো করতে চায়। বাংলার ঐক্য দেখে হিংসা হয় অনেকের। সকলে শান্তিতে থাকুন। বাংলায় যেমন ঐক্য রয়েছে, আর কোথাও নেই: মমতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -