Weather Update : শনিবার থেকে আরও নামবে পারদ, আজ কত তাপমাত্রা কলকাতায় ?
দরজায় কড়া নাড়ছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে আগামী সপ্তাহে বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফিরতে পারে ঠান্ডার আমেজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসপ্তাহান্তে দোরগোড়ায় শীত। কলকাতায় আজও কুড়ির নীচে পারদ।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আরও নামবে পারদ। ধীরে ধীরে কমবে পুবালি হাওয়ার দাপট।
রাজ্যে ফের ঢুকবে উত্তুরে হাওয়া। তার জেরে আগামী সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত।
সপ্তাহান্তে কলকাতা-সহ বেশ কিছু জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে, জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুদিন সময় লাগবে।
সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন ও হাওড়া ময়দান চত্বর।
গতকাল কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা তৈরি হত। সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার।
উত্তর ২৪ পরগনার অধিকাংশ জায়গায় ছিল ঘন কুয়াশা। যার জেরে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধীর গতিতে যান চলাচল করে।
সপ্তাহশেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিনের অপেক্ষা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -