West Bengal: লরির ধাক্কায় চিড়েচ্যাপ্টা গাড়ি, তবু প্রাণরক্ষা
ভাগ্য সঙ্গ দিলে বোধ হয় এভাবেও বেঁচে ফেরা যায়। লরির ধাক্কায় চিড়েচ্যাপ্টা হয়ে গেল গাড়ি। অথচ প্রাণে রক্ষা পেলেন সওয়ারিরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারির কানাইডাঙার কাছে দু নম্বর জাতীয় সড়কে।
হুগলির দশঘড়ার বাসিন্দা অরুণকুমার ঘোষ। একটি হিমঘরের মালিক তিনি।
ব্যক্তিগত কাজে শুক্রবার তিনি গাড়িতে করে বর্ধমান যাচ্ছিলেন। সঙ্গে যাচ্ছিলেন চালক প্রাণময় দাস।
পাশ দিয়ে যাচ্ছিল লোহার সামগ্রী বোঝাই একটি লরি। বেসামাল হয়ে সেই গাড়ি উল্টে যায় অরুণবাবুর গাড়ির উপর।
লোহার ভারে গাড়িটি চ্যাপ্টা হয়ে যায়। চালক ও গাড়ির আরোহী ভিতরে আটকে পড়েন।
প্রাণরক্ষা করতে দুজনই গাড়ির সিটের ওপর শুয়ে পড়েন। অনেকক্ষণ সেভাবেই শুয়ে থাকেন তিনি।
অলৌকিকভাবে প্রাণরক্ষা হয় দুজনের। প্রাণে বেঁচে ভাগ্যকে ধন্যবাদ দিয়েছেন সওয়ারিরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -