Modi@20: তারকাখচিত সূচিপত্র, প্রশাসক মোদিকে নিয়ে প্রকাশিত বই
নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত বই। নাম Modi @20: Dreams Meet Delivery. বুধবার বই প্রকাশ করলেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মোদির রাজনৈতিক জীবনের ছবি তুলে ধরা হয়েছে এই বইটিতে। রাজনীতিতে তাঁর স্বপ্নের কথা বলা হয়েছে এই বইটিতে। জানিয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
বইটির জন্য কলম ধরেছেন একাধিক স্বনামধন্য ব্যক্তি। অমিত শাহ, এস জয়শঙ্কর, অরবিন্দ পানাগরিয়া, নন্দন নিলেকানি, সদগুরু, লতা মঙ্গেশকর, অজিত ডোভাল, পিভি সিন্ধু, উদয় কোটাক, অনুপম খের-সহ একাধিক ব্যক্তিত্বের লেখা নিয়ে তৈরি হয়েছে এই বই।
গুজরাতের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীত্বের ২০ বছরে নরেন্দ্র মোদির প্রশাসনিক মডেল কী, ভাবনাচিন্তা কী ছিল, তাই তুলে ধরা হয়েছে এই বইতে।
উপরাষ্ট্রপতির বক্তব্যের ছত্রে ছত্রে ভরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ অত্যন্ত ভাল। তাঁর বাগ্মীতা, কমিউনিকেশন স্কিলের জন্য তাঁর উপর ভরসা করেন সাধারণ মানুষ। বলেছেন ভেঙ্কাইয়া নাইডু।
বই প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অত্যন্ত দক্ষ নেতা বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভূমিকম্প প্রবণ একটি রাজ্যকে ঠিকমতো সামলেছেন মোদি। বক্তব্য রাখতে গিয়ে বলেন অমিত শাহ।
প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা শোনা যায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যেও। প্রধানমন্ত্রীত্বের আট বছরে বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সওয়ালের মুখ হয়ে উঠেছেন মোদি, জানিয়েছেন বিদেশমন্ত্রী।
উন্নয়নকে লক্ষ্য রেখে কূটনীতি, নিরাপত্তার জন্য সীমান্তে উন্নত পরিকাঠামো, আরও বেশি বাণিজ্য--সব কিছুই নজর রেখেছেন মোদি, বলেছেন এস জয়শঙ্কর।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক ব্যক্তিত্ব। মেরি কম, দীপা মালিক, কর্ণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, পীযূষ বনসল, স্মৃতি ইরানি-সহ একঝাঁক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -