Andaman Trip Plan: ডাকছে নীলচে-সবুজ জল আর নির্জন সমুদ্রসৈকত
গরমের ছুটি পড়ে গিয়েছে। অথবা সামনেই পড়বে। এই সময়টা ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। গরমে অনেকেই পাহাড়ে যান। কিন্তু পাহাড় তো অনেকের পছন্দ নয়। তাদের পছন্দ সমুদ্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপছন্দের তালিকায় সমুদ্র থাকলে, অপশনও থাকবে অনেকগুলো। কিন্তু যদি একটু বেশিদিনের ছুটি জোগাড় করে ফেলতে পারেন। তাহলে একেবারে বঙ্গোপসাগর পার করে ফেলুন।
বলা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের কথা। চারদিকে নীলচে-সবুজ জলরাশি। মাঝে সবুজে ঘেরা ছবির মতো দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিশ্বের যে কোনও নামকরা দ্বীপকে হেলায় টেক্কা দিতে পারে আমাদের আন্দামান।
শুধুমাত্র প্রকৃতিই নয়, রয়েছে ইতিহাসের হাতছানি। ভারতের ব্রিটিশ যুগ। বিপ্লবীদের লড়াই, তাঁদের আত্মত্যাগ। এই সবকিছুর কাহিনী লেখা রয়েছে আন্দামানের হাওয়া-বাতাস-মাটিতে।
কলকাতা থেকে দুইভাবে যাওয়া যায় আন্দামানে। বিমানে এবং জাহাজে। কলকাতা বিমানবন্দ থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ারগামী বিমানে কমবেশি ঘণ্টা দুয়েক লাগে পৌঁছতে।
এছাড়া জাহাজেও যেতে পারেন। তবে তাতে বেশ কিছুদিন বেশি সময় লাগবে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকে খোঁজ নিতে হবে। আগে থেকে জাহাজের টিকিট কাটতে হবে। কলকাতা থেকে মাসে একাধিকবার জাহাজ ছাড়ে।
একদিকে সাগর, রংবেরংয়েপ মাছ, প্রবাল প্রাচীর। অন্যদিকে সেলুলার জেল এবং ভাইপার দ্বীপ--সব নিয়েই আন্দামান। পোর্ট ব্লেয়ার শহরটিও খুবই সুন্দর। শহরে রয়েছে একাধিক রেস্তরাঁ। বিভিন্ন স্বাদের খাবার চেখে দেখার সুযোগ পাবেন।
এখানে পর্যটনের জন্য একাধিক দ্বীপ রয়েছে। রস আইল্যান্ড, হ্যাভলক দ্বীপ এগুলির মধ্যে অন্যতম। পোর্ট ব্লেয়ার থেকে নৌ-পথে যাওয়া যায় এখানে। হ্য়াভলক দ্বীপের রাধানগর সৈকত (sea beach) আন্তর্জাতিক স্তরেও অত্যন্ত জনপ্রিয়। হ্যাভলতে থাকার ব্যবস্থা রয়েছে। সরকারি আবাসের পাশাপাশি একাধিক বেসরকারি হোটেল ও রিসর্ট রয়েছে। যা আগে থেকে বুক করতে হবে।
ভারতের স্বাধীনতা আন্দোলনে অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগের খোঁজ পাবেন সেলুলার জেলে। এখানে লাইট অ্য়ান্ড সাউন্ড শো-র ব্যবস্থা আছে আগে থেকে খোঁজ নিতে হবে। যেতে পারেন ভাইপার দ্বীপে। সেখানে রয়েছে একাধিক লাইটহাউস। তার উপর থেকে গোটা দ্বীপটি দেখা যায়।
আন্দামানে একাধিক ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে। স্নরকেলিং হোক বা স্কুবা ডাইভিং। সব পাবেন ভারতের অসাধারণ সুন্দর এই দ্বীপপুঞ্জে ঘুরতে এলে। সব ছবি: আন্দামান ও নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -