Indian Languages: 'বিবিধের মাঝে মিলন মহান', ভারতে সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয়?
Languages of India: বৈচিত্রপূর্ণ এই দেশ। ভাষার সংখ্যাও বহু। ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/13
শুধুমাত্র ধর্মবিশ্বাস, জাতি, গোষ্ঠীর নিরিখে নয়, ভাষার নিরিখেও বৈচিত্রপূর্ণ দেশ ভারত। একটি মাত্র দেশে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করেন। Peope's Linguistic Survey of India-র পরিসংখ্যান বলছে, ভারতের মোট ভাষার সংখ্যা ৭৮০। পাপুয়া গিনির ৮৪০। তবে এ নিয়ে মতভেদ রয়েছে।
2/13
কিন্তু ভারতে সবচেয়ে বহুল প্রচলিত ভাষা কোনটি? কোন ভাষায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন? জেনে নিন বিশদে।
3/13
ভারতের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হিন্দি ভাষায় কথা বলেন। ভারতে হিন্দিভাষীর সংখ্যা প্রায় ৫২ কোটি ৮০ লক্ষ। মূলত উতত্র এবং মধ্য ভারতে হিন্দিভাষীর সংখ্যা বেশি। ইংরেজির মতো হিন্দিও ভারতের অফিসিয়াল ভাষা।
4/13
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। দেশের প্রায় ১০ কোটি মানুষ বাংলায় কথা বলেন। পশ্চিমবঙ্গ ছাড়াও, অসম এবং ত্রিপুরাতেও বাংলাভাষীরা রয়েছেন। বাংলা ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতিও পেয়েছে।
5/13
মারাঠি তৃতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। ৮ কোটির বেশি মানুষ মারাঠি ভাষায় কথা বলেন। মহারাষ্ট্রের অফিসিয়াল ভাষা মারাঠি। অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানাতেও অনেক মারাঠিভাষী রয়েছেন।
Continues below advertisement
6/13
তামিল ভাষা চতুর্থ সর্বাধিক ব্যবহৃত। প্রায় ৭ কোটি মানুষের কথোপকথনের মাধ্যম তামিল ভাষা। তামিলনাড়ু ছাড়াও পুদুচ্চেরীতেও তামিলের ব্যবহার রয়েছে। এটিও ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি পেয়েছে।
7/13
গুজরাতি ভাষা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। প্রায় ৫.৫ কোটি মানুষ গুজরাতি ভাষায় কথা বলেন। মূলত গুজরাতেই এই ভাষার ব্যবহার।
8/13
উর্দু এই তালিকায় ষষ্ঠ স্থান দখল করে আছে। ভারতে উর্দুভাষীর সংখ্যা ৫ কোটির বেশি। জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, তেলঙ্গানা এবং পশ্চিমবঙ্গে উর্দুভাষীরা রয়েছেন। জম্মু ও কাশ্মীরের অফিসিয়াল ভাষা উর্দু।
9/13
তালিকায় সপ্তম স্থানে কন্নড় ভাষা। ভারতে কন্নড়ভাষীর সংখ্যা প্রায় ৪ কোটি ৪০ লক্ষ।
10/13
এর পরই তালিকায় রয়েছে ওড়িয়া। ভারতে ওড়িয়াভাষীর সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষ। মূলত ওড়িশার মানুষজনই এই ভাষায় কথা বলেন। ওড়িয়াও ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
11/13
মলয়ালি ভাষায় কথা বলেন ভারতের ৩ কোটি ৪৮ লক্ষ মানুষ। মূলত কেরল এবং লক্ষদ্বীপের মানুষের মধ্যেই এই ভাষায় কথা বলার চল রয়েছে।
12/13
পঞ্জাবি ভাষায় কথা বলেন ভারতের প্রায় ৩ কোটি ৩১ লক্ষ মানুষ। মূলত পঞ্জাব এবং চণ্ডীগড়েই ব্যবহার বেশি।
13/13
অসমিয়া ভাষায় কথা বলেন ভারতের প্রায় ১ কোটি ৫৩ লক্ষ মানুষ। অসমিয়া অসমের অফিসিয়াল ভাষা।
Published at : 23 Oct 2024 06:13 PM (IST)