রেললাইনে বিশ্রামের মধ্যেই থেমে গেল জীবন, ১৬ পরিযায়ী শ্রমিককে পিষে দিল মালগাড়ি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে শেষ সম্বল
জালনা থেকে ওই শ্রমিকরা ভুসাবল যাচ্ছিলেন। তাঁদের আশা ছিল যে, এখান থেকে তাঁরা মধ্যপ্রদেশে ফিরতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রেলমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
জানা গেছে, রেললাইন ধরেই এগোচ্ছিলেন ওই শ্রমিকরা। ক্লান্তির জন্য লাইনেই বিশ্রাম নিচ্ছিলেন। জালনার দিক থেকে আসা মালগাড়ি ওই শ্রমিকদের ওপর দিয়ে চলে যায়।
ছড়িয়ে ছিটিয়ে পড়ে শ্রমিকদের মুখের খাবার- কয়েকটি শুকনো রুটি।
ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থলে পুলিশ কর্মীরা। ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন তাঁরা।
সকাল সোয়া পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই শ্রমিকরা সবাই কাজ করতেন মহারাষ্ট্রের জালনার এক কারখানায়। লকডাউনে বন্ধ কারখানা।বন্ধ হয়ে গিয়েছিল রোজগার। তাই হেঁটেই মধ্যপ্রদেশে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। বাড়ি আর ফেরা হল না।
করোনা সংকটের মধ্যেই আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কাছে ১৬ পরিযায়ী শ্রমিককে পিষে দিল মালগাড়ি, আহত ৫। রেললাইন ধরেই হাঁটছিলেন তাঁরা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে লাইনে বসে বিশ্রামের সময় মালগাড়ি এসে পিষে দেয় তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -