'অপারেশন সমুদ্র সেতু': করোনা-আবহে মালদ্বীপ থেকে দুই নৌ-জাহাজে ফিরলেন ৯০০ ভারতীয়, সাগর-রাষ্ট্রগুলিতে রণতরী ভর্তি ত্রাণ পাঠাল কেন্দ্র
জাহাজে ভর্তি খাদ্যসামগ্রী, হাইড্রক্সিক্লোরোকুইন ও আয়ুর্বেদ সহ কোভিড সংক্রান্ত বিভিন্ন ওষুধ এবং মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবারই মালদ্বীপ, মরিশাস, সেশেল্স, মাদাগাস্কার ও কমোরোসের উদ্দেশে রওনা দিয়েছে রণতরী আইএনএস কেসরী।
মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে ত্রাণ। ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'মিশন সাগর'।
এদিকে, ভারতীয়দের ফিরিয়ে আনার পাশাপাশি, কোভিড পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে একইসঙ্গে বিভিন্ন ভাবে সাহায্য করছে ভারত।
শৌচাগার, খাবারের জায়গা ছোট ছোট গোষ্ঠীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
যাত্রীরা যাতে জমায়েত না করতে পারে, তার ওপর নজর রাখা হয়েছে।
মহিলা, শিশু ও বয়স্কদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।
সোশ্যাল ডিস্টান্সিংয়ের নিয়ম ও বিধিসম্মত স্যানিটাইজেশন বজায় রাখা হচ্ছে।
বলাই বাহুল্য, সুরক্ষাজনিত সব নিয়ম যথাযথভাবে মেনেই যাত্রীদের ফেরানো হচ্ছে।
প্রসঙ্গত, মালদ্বীপে প্রায় ২৭ হাজার ভারতীয় বসবাস করেন। এঁদের মধ্যে ৪ হাজার ভারতে ফেরার আবেদন করেছেন।
এই জাহাজে রয়েছে ২৪ জন মহিলা ও ২ শিশু সহ ২০২ জন ভারতীয়। মহিলাদের মধ্যে আবার দুজন অন্তঃসত্ত্বা।
সোমবার বিকেলে অথবা মঙ্গলবার সকালে সম্ভবত ভারতে পৌঁছনোর কথা।
সেদিনই বিকেলে মালদ্বীপের রাজধানী মালে থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে দ্বিতীয় জাহাজ আইএনএস মগর।
এঁদের মধ্যে ৫৯৫ জন পুরুষ ও ১০৩ জন মহিলা যাত্রী ছিলেন। যাত্রী তালিকায় রয়েছে ১৪ শিশু। এছাড়া মহিলাদের মধ্যে ১৯ জন অন্তঃসত্ত্বা ছিলেন।
রবিবার সকালে কোচি বন্দরে ৬৯৮ জন ভারতীয়কে নিয়ে ফিরেছে আইএনএস জলস্ব।
এই মিশনের অন্তর্গত মালদ্বীপ থেকে প্রথম পর্যায়ে দুই জাহাজ ভর্তি করে ৯০০ ভারতীয়কে ফেরানো হচ্ছে।
তবে, এক্ষেত্রে ব্যবহার হচ্ছে সমুদ্রপথ। নৌবাহিনীর রণতরী পাঠিয়ে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সমুদ্র সেতু'।
একইভাবে, ভারত মহাসাগর অঞ্চলে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে আটকে থাকা ভারতীয়দেরও ফিরিয়ে আনছে কেন্দ্র।
একদিকে, ইউরোপ ও আমেরিকায় আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে পাঠানো হচ্ছে বিশেষ বিমান। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'বন্দে ভারত মিশন'।
করোনা-আবহে ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রকল্প নিয়েছে ভারত সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -