Nita Ambani: বাবা বিশ্বনাথের চরণে ছেলের বিয়ের কার্ড অর্পণ, কাশী বিশ্বনাথ মন্দিরে নীতা আম্বানি, দেখলেন গঙ্গা আরতি
সাতপাকে বাঁধা পড়ছেন রাধিকা মার্চেন্ট-অনন্ত আম্বানি, তার আগে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরে নীতা আম্বানি। বাবা বিশ্বনাথের চরণে ছেলের বিয়ের কার্ড ছোঁয়ালেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনীতা কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সোমবার মন্দিরে পৌঁছন মুকেশ আম্বানির পত্নী। রাধিকা এবং অনন্তের বিয়ের কার্ড বাবা বিশ্বনাথের চরণে অর্পণ করেন।
সংবাদমাধ্যমে নীতা বলেন, অনন্ত এবং রাধিকার বিয়ের কার্ড ঈশ্বরের চরণে অর্পণ করতে এসেছি। মহাদেবের দর্শন সেরে গঙ্গা আরতিতেও অংশ নেন তিনি।
নীতা বলেন, আমার অনন্ত এবং রাধিকার বিয়ের নিমন্ত্রণপত্র বাবার চরণে অর্পণ করতে এসেছি। বাবা বিশ্বনাথের দর্শন পেয়ে তিনি অভিভূত বলেও জানান।
কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো এবং আরতিতে অংশ নেন নীতা। নিজের হাতেই রাধিকা-অনন্তের বিয়ের কার্ড শিবলিঙ্গে অর্পণ করেন।
এর পর মন্দিরে ভোগও খান নীতা। মন্দির চত্বরে এবং বাইরে তাঁকে দেখতে তখন ভিড় উপচে পড়ছে। সকলকে দেখা দেন তিনি।
মুকেশ এবং নীতার ছোট ছেলে অনন্ত। শিল্পপতি বীরেন এবং শৈল মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।
স্কুলজীবন থেকে পরস্পরকে চেনেন রাধিকা-অনন্ত। ক্রমে কাছে আসা এবং বিবাহবন্ধনে বাঁধা পড়ার সিদ্ধান্ত। আগামী ১২ জুলাই মুম্বইয়ে রাধিকা এবং অনন্তের বিয়ের আসর বসছে।
১২ তারিখ বিয়ের অনুষ্ঠান। ওই দিন অতিথিদের সনাতনী পোশাক পরতে আর্জি জানিয়েছেন আম্বানিরা। এর পর ১৩ জুলাই আশীর্বাদের অনুষ্ঠান রয়েছে। জমকালো রিসেপশনের আয়োজন ১৪ জুলাই।
এর আগে, গুজরাতে প্রাকবিবাহ অনুষ্ঠান ছিল রাধিকা এবং অনন্তের। দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান ছিল বিদেশে, প্রমোদতরীতে। দুই অনুষ্ঠানেই পৃথিবীর তাবড় শিল্পপতি, ধনকুবের এবং তারকাদের দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -