Ajker Rashifal: মঙ্গলে কাদের জন্য মঙ্গলবার্তা? কারা গোপন শত্রুর থেকে সতর্ক থাকবেন? রইল রাশিফল?
মেষ রাশির জন্য মঙ্গলবার ইতিবাচক ফলাফল। অযথা সময় ব্যয় না করে নিজেকে সময় দিলে লাভ হবে। ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। বাড়িতে মনোমালিন্য চললে মেটানোর চেষ্টা করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনে দ্বন্দ্ব থাকায় সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। বিশেষ কোনও কারণে দৌড়ঝাঁপ করতে হবে। প্রয়োজনে বাবার সঙ্গে শলা-পরামর্শ করুন। শারীরিক কষ্টে ভুগতে পারেন মা, নজরে রাখুন
অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ করার চেষ্টা করুন। আর্থিক স্থিতি মজবুত থাকবে। কর্মক্ষেত্রে বসের প্রশংসা পেতে পারেন। তবে প্রমোশন হলেও স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে।
সময়ের ঠিক ব্যবহার করুন। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। নতুন কাজ শুরু করতে পারেন ব্যবসায়াীরা। অংশীদারি ব্যবসায় নতুন কোনও চুক্তি সাক্ষরিত হতে পারে।
নিজের গাড়িতে চললে চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন। স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। কোনও আগন্তুকের সঙ্গে টাকাপয়সার লেনদেন না করাই শ্রেয়। ছলনার শিকার হতে পারেন। সরকারি প্রকল্পে বিনিয়োগ থাকলে ভাল লাভ হওয়ার সম্ভাবনা।
বিবাদ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। অংশীদারিত্বে কোনও কাজ শুরু করলে ক্ষতির সম্ভাবনা থাকছে। পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে কোনও ঝগড়াঝাঁটি হতে পারে, এড়িয়ে চলাই ভাল। গাড়ি সাবধানে চালাবেন।
ভাই বা বোনের থেকে কোনও সাহায্য চাইলে সহজে পাবেন।পড়ুয়াদের পড়াশোনা থেকে মন দূর হতে পারে। নতুন গবেষণায় মন বসতে পারে।
শারীরিক কষ্টের কারণে চিন্তায় থাকতে পারেন। আবহাওয়ার কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে। কোনও গোপন কথা শেয়ার করবেন না। বাড়িতে কারও বিয়ে ঠিক হতে পারে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না।
আইনি ঝামেলা এড়িয়ে চলাই ভাল। কাজের চাপ থাকায় ক্লান্তি অনুভূত হতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। অংশীদারিত্বে কোনও কাজ করলে ধোঁকা খেতে হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করে নেওয়া জরুরি।
image 1চাকরির জন্য দীর্ঘদিনের চেষ্টা করে থাকলে সাফল্য় মিলতে পারে। সহযোগীদের নিজের মনের কথা বলতে পারেন। নতুন ঘর, দোকান ইত্যাদি কেনার শুভ যোগ রয়েছে। রাজনীতিতে কোনও বড় পদ মিলতে পারে।0
ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল। কোনও পুরনো বিবাদের জেরে অশান্তি বাড়তে পারে। আইনি বিষয়ে জয় পেতে পারেন। শেয়ার মার্কেটে বড় বিনিয়োগ থেকে আপাতত বিরত থাকুন।
সম্মানজনক পদের প্রাপ্তি হতে পারে কাল। কোনও নতুন ব্য়ক্তির সঙ্গে সাক্ষাৎ লাভজনক হতে পারে। তবে কোনও গোপন কথা প্রথম সাক্ষাতেই শেয়ার না করাই ভাল। কাউকে টাকা ধার দিলে ফেরত নাও পেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -