Oxfam Report: সম্পদ বণ্টনে চরম অসাম্য, দরিদ্র হয়েছেন ৫০০ কোটি, ঘণ্টায় ১১৬ কোটি আয় ধনকুবেরদের
ধনী ব্যক্তিরা আরও ধনী হয়ে উঠছেন। অবস্থার পরিবর্তন নেই মধ্যবিত্ত, দরিদ্রদের। বরং গুজরান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাঁরা। -ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকবার নয়, একাধিক বার সেই উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। Oxfam-এর রিপোর্টেও সেই তথ্যই উঠে আসছে। ২০২০ সাল থেকে বিশ্বের তাবড় ধনকুবেরদের সম্পত্তি বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে তারা। -ফাইল চিত্র।
সম্পদের নিরিখে সমাজে যে অসাম্য তৈরি হয়েছে, সেই নিয়ে Inequality Inc শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে Oxfam, তাতেই চরম অসাম্যের ছবি সামনে এসেছে। -ফাইল চিত্র।
ওই রিপোর্টে বলা হয়েছে, গত তিন বছরে ইলন মাস্ক, বার্নার্ড আর্নো, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং মার্ক জাকারবার্গের মতো ধনকুবেরের সম্পত্তি প্রতি ঘণ্টায় ১৪ মিলিয়ন ডলার করে বৃদ্ধি পেয়েছে। -ফাইল চিত্র।
ভারতীয় মুদ্রায় ধরলে, প্রতি ঘণ্টায় তাঁদের সম্পত্তি বেড়েছে প্রায় ১১৬ কোটি টাকা করে। অথচ ওই একই সময়ে পৃথিবীর মোট জনসংখ্যার ৫০০ কোটি মানুষের জীবনে দারিদ্র্য নেমে এসেছে। -ফাইল চিত্র।
শুধু তাই নয়, Oxfam জানিয়েছে, ওই পাঁচ ধনকুবের যদি প্রতি দিন ১ মিলিয়ন ডলার, অর্থাৎ ৮ কোটি ৩০ লক্ষ টাকাও উড়িয়ে দেন, তাহলেও সামগ্রিক ভাবে মোট সম্পদ খরচ হতে গড়ে ৪৭৬ বছর সময় লাগবে তাঁদের। -ফাইল চিত্র।
Oxfam যে হিসেব দিয়েছে, তা হল, মাস্ক যদি প্রতিদিন ৮ কোটি ৩০ লক্ষ টাকা করে খরচ করেন, তাহলেও নিজের মোট সম্পদ উড়িয়ে দিতে ৬৭৩ বছর সময় লাগবে তাঁর। একই হারে বেজোসের ৪৫৯ বছর সময় লাগবে। -ফাইল চিত্র।
শুধু তাই নয়, পুরুষ এবং মহিলা ধনকুবেরদের সম্পত্তির পরিমাণেও আকাশ-পাতাল ফারাক বলে জানিয়েছে Oxfam. তারা জানিয়েছে, মহিলা ধনকুবেরদের তুলনায় পুরুষ ধনকুবেরদের সম্পদের পরিমাণ ১০৫ ট্রিলিয়ন ডলার বেশি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৭ লক্ষ কোটি টাকা। -ফাইল চিত্র।
১ শতাংশ বিত্তশালীদের হাতেই পৃথিবীর মোট সম্পদের ৪৩ শতাংশ রয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। Oxfam জানিয়েছে, পৃথিবীতে ধনকুবেরের সংজ্ঞাও পাল্টে যাবে শীঘ্রই। আগামী দশ বছরের মধ্যে প্রথম ট্রিলিয়নেয়ারের আবির্ভাব ঘটবে। -ফাইল চিত্র।
Oxfam-এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার সময় পৃথিবীর সেরা ধনকুবের ছিলেন মাস্ক। সম্প্রতি তাঁকে ছাপিয়ে গিয়েছেন বার্নার্ড। -ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -