Silent Moon: চাঁদে গিয়ে কেন শোনা যায় না নিজের কণ্ঠস্বর ?

No Sound In Moon land: পৃথিবীর বুকে আমরা খুব সহজেই একে অপরের কথা শুনতে পাই। তবে সেটা চাঁদে কেন সম্ভব নয় ? চলুন জেনে নেওয়া যাক...

চাঁদে গিয়ে কেন শোনা যায় না নিজের কণ্ঠস্বর ?

1/10
চাঁদ নিয়ে আমাদের উৎসাহের অন্ত নেই। মহাকাশ গবেষণায় এখন অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।
2/10
পৃথিবীর বুকে আমরা খুব সহজেই একে অপরের কথা শুনতে পাই। তবে সেটা চাঁদে কেন সম্ভব নয় ?
3/10
তবে এর পিছনেও অভিকর্ষ বা মহাকর্ষ বল কাজ করছে ? সঙ্গে সঙ্গে মনের ভিতর প্রশ্ন উঠবে আকর্ষণ বলের কথা উঠছে কেন শব্দের ক্ষেত্রে।
4/10
বস্তুর 'ভর' না বদলালেও, 'ভার' বদলায় এত আমাদের জানা কথা, তবে কী কারণ লুকিয়ে আছে , চাঁদে কেন কোনও কথা বা শব্দ শোনা সম্ভব নয় ?
5/10
তাহলে চলুন, যুক্তির পাঁচিলে দাঁড়িয়ে হেঁয়ালি হয়েছে অনেক , এবার রহস্য উন্মোচন করা যাক।
6/10
আসলে পৃথিবীতে আমরা একে অপরের কণ্ঠস্বর শুনতে পাই, কারণ এখানে বায়ু এবং গ্যাস উপস্থিত রয়েছে।
7/10
যার মাধ্যমে (বায়ু মাধ্যম) শব্দ আমাদের কানে এসে পৌঁছায় এবং একজনের বলা কথা অন্য ব্যক্তির কাছে পৌঁছে যায়।
8/10
শব্দ মূলত কম্পন থেকে উৎপত্তি হয়। আর তা, বায়ু মাধ্যমে তরঙ্গ আকার নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে।
9/10
কিন্তু চাঁদে কোনও গ্যাস উপস্থিত নেই। তাই সেখানে কারও কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় না। শব্দ পৌঁছয় না।
10/10
তাই এই ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে কথা বললেও সেই কথা পাশে কারও শোনার অবকাশ থাকবে না।
Sponsored Links by Taboola