Silent Moon: চাঁদে গিয়ে কেন শোনা যায় না নিজের কণ্ঠস্বর ?
চাঁদ নিয়ে আমাদের উৎসাহের অন্ত নেই। মহাকাশ গবেষণায় এখন অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথিবীর বুকে আমরা খুব সহজেই একে অপরের কথা শুনতে পাই। তবে সেটা চাঁদে কেন সম্ভব নয় ?
তবে এর পিছনেও অভিকর্ষ বা মহাকর্ষ বল কাজ করছে ? সঙ্গে সঙ্গে মনের ভিতর প্রশ্ন উঠবে আকর্ষণ বলের কথা উঠছে কেন শব্দের ক্ষেত্রে।
বস্তুর 'ভর' না বদলালেও, 'ভার' বদলায় এত আমাদের জানা কথা, তবে কী কারণ লুকিয়ে আছে , চাঁদে কেন কোনও কথা বা শব্দ শোনা সম্ভব নয় ?
তাহলে চলুন, যুক্তির পাঁচিলে দাঁড়িয়ে হেঁয়ালি হয়েছে অনেক , এবার রহস্য উন্মোচন করা যাক।
আসলে পৃথিবীতে আমরা একে অপরের কণ্ঠস্বর শুনতে পাই, কারণ এখানে বায়ু এবং গ্যাস উপস্থিত রয়েছে।
যার মাধ্যমে (বায়ু মাধ্যম) শব্দ আমাদের কানে এসে পৌঁছায় এবং একজনের বলা কথা অন্য ব্যক্তির কাছে পৌঁছে যায়।
শব্দ মূলত কম্পন থেকে উৎপত্তি হয়। আর তা, বায়ু মাধ্যমে তরঙ্গ আকার নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে।
কিন্তু চাঁদে কোনও গ্যাস উপস্থিত নেই। তাই সেখানে কারও কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় না। শব্দ পৌঁছয় না।
তাই এই ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে কথা বললেও সেই কথা পাশে কারও শোনার অবকাশ থাকবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -