রুটি তৈরি থেকে খাবার পরিবেশন, পাটনার গুরুদ্বারায় অন্যরূপে প্রধানমন্ত্রী মোদি
গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থানে হিসেবে শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত পাটনার তখন শ্রী পাটনা সাহিব গুরুদ্বারা। সোমবার নির্বাচনী প্রচারের ফাঁকে সেখানে গিয়ে গুরু গোবিন্দ সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি সৌজন্য-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুরুদ্বারাটি ঘুরে দেখার পাশাপাশি প্রথমে গিয়ে শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিংয়ের প্রতিকৃতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদি। তারপর ১৮ শতাব্দীতে মহারাজা রঞ্জিৎ সিংয়ের উদ্যোগে তৈরি হওয়া ওই গুরুদ্বারাটিতে প্রার্থনায় অংশ নেন। (ছবি সৌজন্য-পিটিআই)
প্রার্থনা শেষ হওয়ার পর গুরুদ্বারার রান্নাঘরে গিয়ে রুটি তৈরির কাজে হাত লাগান প্রধানমন্ত্রী। একটি বিশাল বড় ডেকচি করে ডাল রান্না করতেও দেখা যায় তাঁকে। মাথায় টুর্বান পড়ে গুরুদ্বারার বিভিন্ন কাজে অংশ নিতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।
খাবার তৈরির কাজে গুরুদ্বারা কর্তৃপক্ষকে সাহায্য করার পাশাপাশি পরে তা পরিবেশন করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। মাথায় টুর্বান পড়ে ক্ষিরের বালতি হাতে নিয়ে নরেন্দ্র মোদিকে পরিবেশন করতে দেখে নিজেদের উচ্ছ্বাস চাপা রাখতে পারেননি সোমবার গুরুদ্বারায় আসা অগনতি ভক্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরিবেশন করতে দেখে প্রথমে হতবাক হয়ে গেলেও পরে তাঁর হাত থেকে খাবার খেয়ে খুশি হতে দেখা যায় গুরুদ্বারায় আসা ভক্তদের।
গুরুদ্বারা গিয়ে প্রার্থনায় অংশ নেওয়ার পাশাপাশি সেখানে হওয়া কীর্তনেও যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে থাকা গুরু গোবিন্দ সিংয়ের অস্ত্রের দর্শনও করেন।
নির্বাচনী প্রচারের ফাঁকে এই রূপে প্রধানমন্ত্রী মোদিকে দেখে পাটনার গুরুদ্বারায় আসা ভক্তদের সঙ্গে সঙ্গে অবাক হয়েছেন নেটিজেনরাও।
অনলাইনে টাকা দিয়ে কড়া প্রসাদ সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে সম্মানপত্র ও শিখ মহিলাদের তৈরি মাতা গুজরির প্রতিকৃতি উপহার হিসেবে তুলে দেওয়া হয় গুরুদ্বারা কর্তৃপক্ষের তরফে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -