Jun Malia on Covid19: মেদিনীপুরের ২৫টি ওয়ার্ডের করোনা আক্রান্ত ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেন জুন
২০২১ বিধানসভা নির্বাচনের অন্যতম হেভিওয়েট তারকা প্রার্থী ছিলেন জুন মালিয়া। তৃণমূলের হয়ে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। জয়লাভও করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্বাচন, শপথগ্রহণ সেরে মেদিনীপুরের উন্নয়নের কাজেই ফিরলেন জুন। আজ থেকে করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারের জন্য কমিউনিটি কিচেন শুরু করলেন তিনি।
'আহা রে আহার' নামের এই কিচেনে বিনামূল্যে প্রতিদিন খাবার পাবেন মেদিনীপুরের ২৫টি কোভিড ওয়ার্ডের করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারের মানুষেরা।
কোভিড পজিটিভ রিপোর্ট নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই করোনা আক্রান্ত ও হোম আইসোলেশানে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে খাবার।
সোশ্যাল মিডিয়ায় প্রথমদিনের প্রকল্পের সমস্ত ছবি শেয়ার করেন জুন।
শুধু কমিউনিটি কিচেনই নয়। এদিন রক্তদানেরও আয়োজন করা হয়েছিল। সেখানেও উপস্থিত থাকেন জুন।
এদিন মাস্ক বিলি করতেও দেখা গেল নবনির্বাচিত বিধায়ককে।
সেইসঙ্গে নিজের দলের সমস্ত কর্মী সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন জুন। লিখেছেন, তাঁদের ছাড়া এত কাজ সামলাতে পারতেন না তিনি।
ছবি সৌজন্যে: জুন মালিয়ার ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -