সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নেওয়ার নিদান, মিমিকে নিয়ে কী বললেন কাঞ্চন?
আজ উত্তরপাড়ায় আয়োজিত হয়েছিল একটি রক্তদান শিবির। সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন। রক্তদান শিবির ঘুরে দেখেন কাঞ্চনও।
আজ কিছু মানুষদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণও। করোনা পরিস্থিতিতে রক্তের ভাঁড়ারে টান পড়ে বলেই এই আয়োজন।
আজ সংবাদমাধ্যমের সামনে মিমির অসুস্থতা নিয়ে মুখ খোলেন কাঞ্চন। তিনি বলেন, 'মিমি অসুস্থ সেই খবর আমার কাছে আছে। তবে তা ভ্যাকসিন নেওয়ার কারণেই কিনা সেটা জানি না।'
সেইসঙ্গে কাঞ্চন বলেন, 'সরকারি জায়গা থেকেই ভ্যাকসিন নেওয়া উচিত। আর অবশ্যই দেখানো উচিত সচিত্র পরিচয়পত্র। তাহলে ঝুঁকি কমে যায় ও নিজেরও বিশ্বাস থাকে।'
সেই সঙ্গে কাঞ্চন এও উল্লেখ করেন, 'আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করানো উচিত ভ্যাকসিনেশনের জন্য। দেখে নেওয়া উচিত মেসেজ আসছে কি না। যেখান সেখান থেকে ভ্যাকসিন নিলেই হয় না।'
কাঞ্চন কি নাম না নিয়ে কটাক্ষ করলেন মিমিকে? কারও নাম নেননি বিধায়ক। তবে বার বার জোর দিলেন সতর্কতায়।
সম্প্রতি ব্যক্তিগত জীবনে বিতর্কের মুখে পড়েছেন কাঞ্চন। তাঁর স্ত্রী পিঙ্কি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাল্টা এফআইআর করেছেন কাঞ্চনও।
ঘটনায় জড়িয়ে যায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের নামও। পিঙ্কি অভিযোগ করেন, কাঞ্চনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর।
যদিও স্ত্রীয়ের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন উভয়েই। বরং পিঙ্কির বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ এনেছেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -