PM Modi Kedarnath Visit: মোদির কেদার সফর ঘিরে সাজ সাজ রব, সুরক্ষায় ঢাকছে দেবভূমি

কেদারে মোদি। ফাইল ছবি

1/7
৫ নভেম্বর কেদার সফরে যাবেন মোদি। সেই সফর ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে ব্যস্ততা। সেজে উঠেছে মূল মন্দির থেকে পথঘাট।
2/7
সেজে উঠেছে মূল মন্দির থেকে পথঘাট। ফাইল চিত্র।
3/7
কেদারনাথ ধামে পৌঁছে প্রধানমন্ত্রী আদি গুরু শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করবেন, যা ২০১৩ সালের বন্যায় ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছিল।ফাইল চিত্র।
4/7
প্রধানমন্ত্রী মোদির সফরের আগে প্রস্তুতি পর্যালোচনা করতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও আজ কেদারনাথে পৌঁছেছেন।
5/7
শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন যখন করবেন মোদি তখন দেশের ১১টি এলাকায় লাইভ-স্ট্রিম হবে। ফাইল চিত্র।
6/7
সোমনাথ, ওমকারেশ্বর, মল্লিকার্জুন, ভীমাশঙ্কর, বিশ্বনাথ, মহাকালেশ্বর মন্দিরে পুজো দেবেন মোদি। ফাইল চিত্র।
7/7
এছাড়াও একাধিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যেমন সেতু নির্মাণ, ঘাট বাঁধানো ইত্যাদি। ফাইল চিত্র।
Sponsored Links by Taboola