President Droupadi Murmu: সুখোই-৩০ যুদ্ধবিমান ওড়ালেন রাষ্ট্রপতি, নেমেই বললেন, 'অসাধারণ অভিজ্ঞতা'
জলপাই রঙের ফ্লাইট স্যুট পরে অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ যুদ্ধবিমান ওড়ালেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার এমনই এক অন্য সাজে দেখতে পাওয়া গেল দেশের রাষ্ট্রপতিকে।
রাষ্ট্রপতির পদাধিকার বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দৌপ্রদী মুর্মু শনিবার তেজপুরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন।
সেখানেই সুখোই ৩০ এমকেআই দুই আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান ওড়ালেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা,রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং এয়ার মার্শাল এসপি ধারকর ।
৬৪ বছর বয়েসে সারা দেশের অনুপ্রেরণা হয়ে সুখোই ৩০ এমকেআই বিমান সওয়ার করলেন দৌপ্রদী মুর্মু।
তেজপুরের বিমানঘাঁটির সকল সেনাদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।
সুখোই সফরের পর রাষ্ট্রপতি ট্যুইটারে লিখেছেন, 'ভারতীয় বায়ুসেনার শক্তিশালী সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে ওড়া আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা।'
ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে সুখোই ৩০ এমকেআই বিমান সওয়ার হলে এবার তিনি।
উল্লেখ্য, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল মহারাষ্ট্রের পুণে বায়ুসেনা ঘাঁটিতে এই রুশ বিমান উড়িয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -