Raja Ram Mohan Roy Quotes: আজও পথ দেখায় তাঁর জীবন দর্শন, জন্মবার্ষিকীতে ফিরে দেখা রামমোহনের কিছু উক্তি

Raja Ram Mohan Roy Birth Anniversary: জন্মবার্ষিকীতে ফিরে দেখা রাজা রামমোহন রায়ের কিছু উক্তি। -ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

1/10
রাজনীতির কারবারিরা প্রয়োজন মতো তাঁর নাম উল্লেখ করলেও, সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী কার্যত নীরবেই কেটে যায়।
2/10
সোশ্যাল মিডিয়ায় দু’চার শব্দ লিখে তাঁকে স্মরণ করলে, বাস্তবে রামমোহনের জীবন দর্শন অনুসরণ করেন খুব কম লোকজনই। বুধবার, ২২ মে রামমোহনের জন্মদিন।
3/10
ভারতীয় জনজীবনে রামমোহন আজও কতটা প্রাসঙ্গিক, তা বোঝা যায় তাঁর কিছু উক্তি থেকেই। জন্মবার্ষিকীতে রামমোহনের এমনই কিছু উক্তি দেখে নিন।
4/10
‘ঈশ্বর মানুষকে যে বোধ (মনন) শক্তি প্রদান করেছেন, তার অভিপ্রায় হল এই যে, স্বজাতীয় অন্যান্য অধিকাংশ মানুষের মতো সে পশুবৎ অনুকরণ না করে নিজের অর্জিত জ্ঞানের সহায়তায় প্রত্যেক ব্যাপারে শুভ-অশুভ বিবেচনায় নিজের বোধশক্তি প্রয়োগ করবে। তখনই এই ঈশ্বরদত্ত বোধশক্তি সার্থকতা লাভ করবে।’
5/10
‘এক জাতীয় লোক আছে, যারা অন্যদের সমর্থন আকর্ষণ করতে আপন ইচ্ছানুযায়ী ধর্মের নাম দিয়ে মতবাদ তৈরি করে বিভিন্ন সম্প্রদায়ের লোকের মধ্যে উত্তেজনা ও বিবাদের সৃষ্টি করে। অপর দিকে আর এক ধরনের লোক আছে যারা কোনও রকম বিবেচনা না করেই পূর্বোক্ত লোকেদের আনুগত্য স্বীতার করে। তৃতীয় আর এক দল লোক আছে যারা অন্যদেরও নিজেদের দলে (জোর করে) টানতে চায়। চতুর্থ শ্রেণিতে আছেন তাঁরা, যাঁরা মহামহিম ঈশ্বরের করুণায় প্রতারক নন, প্রতারিতও নন।...সংস্কারমুক্ত ও ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি-সব বিচার করে চলাই শ্রেষ্ঠ জীবনাদর্শ।’
6/10
‘আত্মা এক। তার মায়াভাবে (বিভিন্ন দেহরূপ) প্রপঞ্চেও নানাবিধ চেতনাত্মক জীব পৃথক পৃথক রূপে আচরণ ও কর্মফলভোগ করে, পুনরায় (দেহ) প্রপঞ্চ ভঙ্গ হলে প্রতিবিম্বের ন্যায় আর ক্ষণমাত্রও পৃথকরূপে থাকে না। জীব যদিও (স্বরূপতঃ) একক আত্মা হতে ভিন্ন নয়, তথাপি জীবের ভোগে আত্মার ভোগ হয় না।’
7/10
‘কোনও বিষয়ের দুই দিক দেখে কদাচ বিরোধ কোরো না। বাদী, প্রতিবাদী এই উভয়ের যথার্থ অভিপ্রায় না বুঝে একপক্ষের প্রশংসা ও অন্যপক্ষের নিন্দা করা মহতের কাছে কেবল হাস্যাসম্পদের লক্ষণ হয়।’
8/10
‘মিথ্যা ও প্রবঞ্চনার বেশি অধর্ম আর নেই। মিথ্যাবাদী যদি কখনো সত্যও বলে, তাহলেও কেউ তা বিশ্বাস করে না। আবার এক মিথ্যাকে বজায় রাখতে আরও মিথ্যা দিয়ে তা সাজাতে হয়। এর বেশি প্রবঞ্চনা আর কী আছে?’
9/10
‘সত্য তাই যা কার্যকারণের দ্বারা যুক্ত, বিশ্বাস চালিত নয়। মিষ্টান্নজ্ঞানে বিষ সেবন করিলে মৃত্যু অবধারিত।’
10/10
‘ঈশ্বর এক। বিশ্বের পরম নিয়ন্তা। তিনি ব্রহ্ম। নিরাকার। তাঁকে দেখা যায় না, তাঁকে অনুভব করতে হয়।’
Sponsored Links by Taboola