Shantanu Naidu: বয়সের ফারাক ৫৫ বছর, কিংবদন্তি শিল্পপতির কাঁধে হাত রাখতে পারেন শুধু তিনিই, রতন টাটার এই বন্ধুকে চেনেন!
ব্যবসায়ী, শিল্পপতির সংখ্যা কম নেই চারপাশে। কিন্তু শিল্পজগত হোক বা সাধারণের চর্চা, রতন টাটার প্রতি শ্রদ্ধায় এত বছরেও টাল খায়নি বিন্দুমাত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে যদিও অনেক আগেই বিদায় নিয়েছেন রতন টাটা, কিন্তু আজও তাঁর উল্লেখ উঠে আসে বার বার। আর সেই সঙ্গেই তাঁর নামের পাশে উল্লেখ মেলে শান্তনু নায়ডুর।
বছর ৩০-এর শান্তনু এবং ৮৫ বছরের রতন টাটা, বয়সের ফারাক ৫৫ বছরের। কিন্তু অসমবয়সি হলেও গভীর বন্ধুতা তৈরি হয়েছে দু’জনের মধ্যে। বার বার যার প্রমাণ মিলেছে গত কয়েক বছরে।
১৯৯৩ সালে মহারাষ্ট্রের পুণেতে জন্ম শান্তনুর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি।কর্নেল জনসন গ্র্যাজুয়েট স্কুল থেকে ম্যানেজমেন্টও পড়েছেন। ১৮ বছর বয়সে টাটা ট্রাস্টে ইন্টার্নশিপও করেন।
কলেজে থাকাকালীন নেতৃত্বদানের ক্ষমতার জন্য পুরস্কারও পান শান্তনু। এই মুহূর্তে রতন টাটার জেনারেল ম্যানেজার নিযুক্ত রয়েছেন তিনি। পশুপ্রেমী হিসেবেও পরিচিত। বিশেষ করে পথকুকুরদের জন্য একাধিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি।
এই পশুপ্রেমের দরুণই রতন টাটার সান্নিধ্যে আসা শান্তনুর। শোনা যায়, একটি সংস্থায় কর্মরত থাকাকালীন রাস্তায় পড়ে থাকা মৃত কুকুর দেখতে পান তিনি। কুকুরটির দেহ সরাতে গেলে পিছন থেকে একটি গাড়ি এসে চাপা দেয় সেটিকে।
সেই অভিজ্ঞতা থেকেই পথকুকুরদের নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেন শান্তনু। পথকুকুরদের গলায় উজ্জ্বল কলার ঝোলানোর ভাবনা তাঁরই, যাতে দূর থেকে বা অন্ধকারেও তাদের দেখা যায়। সেই উদ্যোগের জেরেই রতন টাটার কাছ থেকে প্রথম ইমেল পান শান্তনু। ব্যক্তিগত ভাবে শান্তনুর প্রশংসা করেনই তিনি, পাশাপাশি টাটা সংস্থার নিউজলেটারেও শান্তনুর উল্লেখ করা হয়।
এর পরই শান্তনুকে তাঁর সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেন রতন টাটা। কিন্তু বিদেশে পড়তে যাওয়ার দরুণ সেই সময় প্রস্তাব গ্রহণ করতে পারেননি শান্তনু। পড়াশোনা শেষ করে ফিরে রতন টাটার কাছে হাজির হন তিনি। তার পর থেকেই তাঁদের মধ্যে বন্ধুতা গড়ে ওঠে।
পথকুকুরদের জন্য শান্তনু যে সংস্থা চালান, তাতে সাহায্য করে টাটা সংস্থা। ২০টি শহরে এই মুহূর্তে কাজ করে শান্তনুর সংস্থা। রতন টাটার সঙ্গে তাঁর সমীকরণও দেখার মতো।
শান্তনুর উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকেন রতন টাটা। একসঙ্গে খোশগল্প করতে দেখা যায় তাঁদের। এমনকি রতন টাটার কাঁধে হাত রেখে ছবিও রয়েছে শান্তনুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -