Republic Day 2022: ধূ ধূ বরফে হাড় কাঁপানো ঠান্ডায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপি জওয়ানদের
আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। কোভিড পরিস্থিতিতে গত দু’ বছর ধরে প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে কিছু কাঁটছাঁট করা হলেও কমেনি জৌলুস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মাঘে তিন এলাকাতেই ধূ ধূ বরফ। বছরের বেশিরভাগ সময়েই এখানে আবহাওয়া থাকে এমনই।
লাদাখ সীমান্তে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা ওড়ালেন তেরঙ্গা।
হিমাচল সীমান্তে ১৬ হাজার ফুট উচ্চতায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপি জওয়ানদের।
উত্তরাখণ্ডের যোশীমঠেও দেখা গেল একই রকম ছবি। পাশাপাশি কুমায়ুন রেঞ্জেও ১২ হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা ওড়ালেন জাতীয় পতাকা।
দিল্লির বিজয়চকে এবারও বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জ
জাতীয় পতাকা উত্তোলনের পর, রাষ্ট্রপতি মরণোত্তর অশোক চক্র সম্মান তুলে দেবেন জম্মু কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামের স্ত্রীর হাতে।
এরপর বায়ুসেনার চারটি হেলিকপ্টার তিন বাহিনীর হয়ে জাতীয় পতাকা নিয়ে, আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে। বিজয়চকে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর ফ্লাই পাস্টে অংশ নেবে ভারতীয় বায়ুসেনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -