Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Republic Day 2022 Parade: প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে, রাজধানীর রাজপথে চলছে মহড়া
ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের জন্য আজাদি কা অমৃত মহোৎসবের থিমকে সামনে রেখে প্রজাতন্ত্র দিবসে প্রস্তুতি নিচ্ছে দেশ। রাজপথে চলছে আর্মড কমব্যাট ভেহিকেলের রিহার্সাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজপথের উপর নিজেদের দক্ষতা প্রদর্শন করার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন নৌসেনারাও।
কুচকাওয়াজ শুরুর আগে প্রথম ফর্মেশন হবে ধ্বজের আকারে। প্রস্তুতি নিচ্ছেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ।
প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লির রাজপথে ভারত তার সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক বৃদ্ধি প্রদর্শন করে। স্পেশাল ফোর্সের কমান্ডাররা অংশগ্রহণ করেন প্যারেড প্রস্তুতিতে।
এদিন সকালে কুচকাওয়াজের প্রস্তুতিপর্বে অংশগ্রহণ করেন ভারতীয় নৌসেনার মহিলা বাহিনীও।
এ বছর ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে। তার আগে তৈরি হচ্ছেন স্পেশাল ফোর্সের কমান্ডাররাও।
বিজয় চকের প্যারেড অনুষ্ঠানে অল উওম্যান বাইকার্স টিমের 'সীমা ভবানী' ডেয়ার ডেভিল স্টান্স মহড়াও চলে।
রাজপথে কুচকাওয়াজ করে বিএসএফ-এর উটরক্ষী বাহিনীও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -