In Pics: কী কিনবেন, কেন কিনবেন, যে যে অ্যাকসেসরিজ থাকা উচিত ছেলেদের

পুরুষদের অ্যাকসেসরিজ। ছবি: পিক্সাবে।

1/10
সাজগোজের সংজ্ঞা বদলে গিয়েছে গত কয়েক বছরে। অ্যাকসেসরিজ বলতে আর শুধু মেয়েদের সাজগোজ বোঝায় না। পরিপাটি থাকতে অভ্যস্ত হয়ে উঠেছেন পুরুষরাও। যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছু জিনিস থাকা চাই প্রত্যেকের কাছেই।
2/10
জামা বা প্যান্টের পকেটে টাকা এবং খুচরো পয়সা রাখার দিন শেষ। বরং খুচরো পয়সা, নোট, ডেবিট-ক্রেডিট কার্ড, সবকিছু এক জায়গায় রাখতে ওয়ালেট অবশ্য প্রযোজন।
3/10
চাকরির ইন্টারভিউ হোক বা মিটিং অথবা ককটেল পার্টি, গলায় একটা টাই জোগাতে পারে বাড়তি কনফিডেন্স। তবে টাই রং বেরংয়ের না হয়ে এক রংয়ের হওয়াই ভাল।
4/10
সবসময় সঙ্গে রাখুন মানিক্লিপ। বাসে-ট্রেনে ভিড়ের মধ্যে ওয়ালেট বার করার অনেক ঝামেলা। মানিক্লিপ থাকলে প্রয়োজনীয় ভাড়া বা টিকিট তাতে আটকে পকেটে পুরে রাখতে পারেন।
5/10
কাঁধে ব্যাগপ্যাক ঝুলিয়ে আর কত দিন চলবে! তার চেয়ে মেয়েদের স্লিং ব্যাগের মতো মেসেঞ্জার ব্যাগ কিনে নিন। ওয়ালেট, সানগ্লাস, ডায়েরি, ফোন, এমনকি নোটবুকও ধরে যাবে।
6/10
মোজা ছাড়া জুতো পরা চালু হয়েছে বিগত কয়েক বছর ধরে। কিন্তু প্রত্যেক পুরুষের মোজার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। একসঙ্গে কয়েক জোড়া মোজা কিনলে সাশ্রয়ও হবে, আবার রং মিলিয়ে আলাদা আলাদা পোশাকের সঙ্গে পরা যাবে।
7/10
পছন্দের তারকাদের প্রত্যেকেই কখনও না কখনও স্কার্ফ গলায় জড়িয়ে দেখে থাকবেন। ওয়ার্ড্রোবে স্কার্ফ থাকা বাধ্যতামূলক। শীতকালে জ্যাকেট, কোটের উপর আর গ্রীষ্মে টি-শার্ট, খাটো ঝুলের কুর্তার উপর চাপিয়ে নিতে পারেন।
8/10
বেল্ট সবসময় ভাল কেনা উচিত। কারণ তা লোকের চোখে পড়ে। তবে জিন্স এবং ফর্ম্যালসের সঙ্গে পরার বেল্ট অবশ্যই আলাদা হওয়া উচিত।
9/10
কষ্ট করে হলেও একটি ভাল সানগ্লাস কিনে রাখুন। গরমে রোদের হাত থেকে যেমন নিস্তার মিলবে, তেমনই একটি ভাল সানগ্লাস পাল্টে দিতে পারে উপস্থিতি।
10/10
কাজের ক্ষেত্রে স্যুট-বুট পরে গেলে, অথচ কথাই এগোল না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে ব্রাউনি পয়েন্টস এনে দিতে পারে কাফলিঙ্কস।
Sponsored Links by Taboola