Republic Day 2023: মায়াবি লালকেল্লা থেকে শান্ত-শীতল উপত্যকা, প্রজাতন্ত্র দিবসের আগে তেরঙ্গায় রঙিন দেশ
ঘড়ির কাঁটার রাত ১২টা ছুঁতে বাকি এখনও কয়েক ঘণ্টা। তার আগেই দেশপ্রেমে উদ্বেল গোটা দেশ। রাত পোহালেই ৭৪তম প্রজাতন্ত্র দিবস। তার আগে তেরঙ্গায় সাজল দেশের বিভিন্ন প্রান্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় গণতন্ত্রের ধারক ও বাহক, তথা রক্ষাকর্তা। দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টও রঙিন হয়ে উঠেছে তেরঙ্গায়। আলোয় ঝলমল করছে আদালত চত্বর।
আলোকসজ্জায় ঝলমলে দিল্লির রাষ্ট্রপতি ভবন। শুধু তেরঙ্গার আভায় সাজানোই নয়, আলোর খেলায় ঝকঝক করছে গোটা এলাকা।
শুধু রাষ্ট্রপতিভবন নয়, আলোর রোশনাইয়ে রাতেও কার্যত দিনের আলো রাজপথ এবং সংলগ্ন এলাকায়। সন্ধে থেকেই জমেছে ভিড়।
ব্যস্ত সময়েও এমনিতেই গমগম করে রাজপথ। প্রজাতন্ত্র দিবসের আগের রাতে বাড়তি উৎসাহ চোখে পড়ছে।
শুধু রাজধানী দিল্লি নয়, ভারতের ঐতিহ্যপূর্ণ ইতিহাসের ধারক ও বাহক। লালকেল্লাও সেজে উঠেছে আলোর রোশনাইয়ে।
স্থাপত্য়-ভাস্কর্যের সেরা নিদর্শন, লালকেল্লা এমনিতেই প্রিয়। তাতে বাড়তি মাত্রা যোগ করেছে আলোর রোশনাই।
মুম্বইয়ের প্রাণকেন্দ্র ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। সারাদিন লক্ষ লক্ষ মানুষের পা পড়ে সেখানে। তেরঙ্গায় সেজে উঠেছে স্টেশন চত্বরও।
চেন্নাইয়ের পুরতজি তালাইভার এমজি রামচন্দ্রণ রেল স্টেশনকে দেখলে চেনা দায়। তেরঙ্গায় ঝলমল করছে স্টেশন চত্বর।
দেশপ্রেমের আবেগে উদ্বেল উপত্যকাও। জম্মু ও কাশ্মীরে নবনির্মিত ক্লক টাওয়ারও ঝলমল করছে তেরঙ্গায়।
৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রঙিন হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের সালা জলবিদ্যুৎ কেন্দ্রও। আলোর খেলায় জলের স্রোত কোথাও গেরুয়া, কোথাও সবুজ, কোথাও আবার শ্বেতশুভ্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -