Cheteshwar Pujara Birthday: অস্ট্রেলীয় পেসারদের বলে শরীরে কালশিটে, চুম্বন করে সারিয়ে দেবে বলেছিল একরত্তি মেয়ে
বাইশ গজে টেস্ট ক্রিকেটে তিনি জাতীয় দলের ব্যাটিংয়ের স্তম্ভ। আজ, ২৫ জানুয়ারি সেই চেতেশ্বর পূজারার জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩৫ বছর পূর্ণ করলেন সৌরাষ্ট্রের ডানহাতি ব্যাটার। যদিও একটা সময় কেউ ভাবেননি যে, ব্যাটসম্যান হবেন পূজারা।
ছোটবেলায় অলরাউন্ডার হতে চেয়েছিলেন পূজারা। ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিনও করতেন তিনি।
পরে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও পরবর্তীকালে কোচিং করানো কারসন ঘাউড়ি তাঁকে শুধু ব্যাটিংয়ে মনোনিবেশ করার পরামর্শ দেন।
জাতীয় দলের হয়ে ৯৮ টেস্ট ম্যাচ খেলেছেন পূজারা। করেছেন ৭০১৪ রান।
সেঞ্চুরি ১৯টি। সর্বোচ্চ অপরাজিত ২০৬ রান।
তবে সীমিত ওভারের ক্রিকেটে বলার মতো কিছু করেননি পূজারা। ভারতের হয়ে ৫টি ওয়ান ডে-তে মাত্র ৫১ রান করেছেন।
২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন পূজারা। ব্রিসবেনে অস্ট্রেলীয় ফাস্টবোলাররা তাঁর শরীর লক্ষ্য করে বোলিং করেও দমিয়ে রাখতে পারেননি।
গোটা শরীরে বলের আঘাতে কালশিটে। পূজারাকে সান্ত্বনা দিয়েছিল একরত্তি মেয়ে অদিতি। বলেছিল, চিন্তা কোরো না। আমি তোমার আঘাতের জায়গায় চুম্বন করে দিলে কমে যাবে।
পরে পূজারা একটি সাক্ষাৎকারে বলেন, 'অদিতি খেলতে খেলতে পড়ে গেলে আমি ওর চোট লাগা জায়গায় চুম্বন করতাম। সেই জন্যই ও আমাকে এটা বলেছিল।' ছবি - ফেসবুক থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -