Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Republic Day 2024:তুঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি, কোথায় কী হচ্ছে?
আর তিন দিন। তার পরই প্রজাতন্ত্র দিবসের উদযাপনে মেতে উঠবে গোটা দেশ। শেষ মুহূর্তের তোড়জোড়ে ব্যস্ত দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণাংশ। মুম্বইয়েই একটি কারখানায় যেমন পতাকা তৈরির ব্যস্ততা তুঙ্গে। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে আবার জন্মু ও কাশ্মীরের বারামুলায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে। উপত্যকায় রাস্তায় এখন ঘন ঘন টহল দিচ্ছে সাঁজোয়া গাড়ি। সঙ্গে সদাসতর্ক উর্দিধারী নিরাপত্তাবাহিনীর আধিকারিকরাও। (ছবি:PTI)
স্বাধীন ভারতের ইতিহাসে, ২৬ জানুয়ারি দিনটির তাৎপর্য অপরিসীম। ১৯৫০ সালের ২৬ জানুয়ারিতেই ভারতের গণপরিষদ দেশের সংবিধানকে গ্রহণ করে। (ছবি:PTI)
দিনটির মাহাত্ম্য মাথায় রেখে তাই রাজধানী দিল্লির পাশাপাশি মেতে ওঠে গোটা দেশ। সেই প্রস্তুতির ছোঁয়া রাঁচিতেও। 'ফুল ড্রেস রিহার্সাল'-র মেজাজ দেখা গিয়েছে সেখানে। (ছবি:PTI)
ডক্টর বি আর আম্বেদকরের তত্ত্বাবধানে খসড়া কমিটিভারতীয় সংবিধানের খসড়া তৈরি করেছিল। সংবিধানে ভারতকে সাধারণতান্ত্রিক গণতন্ত্রের মর্যাদা দেওয়া হয়। প্রত্যেক বছর এই দিনটিতে সাংবিধানিক মূল্যবোধ ও স্বাধীনতা আন্দোলনের শহিদদের স্মরণ করেন দেশবাসী। (ছবি:PTI)
প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য কোনও একটি দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই বছর প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতাহ অল-সিসি। (ছবি:PTI)
সাধারণত কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হয় জুলাই মাসে। অংশগ্রহণকারীদের আগে থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। কুচকাওয়াজের দিন ভোর ৩টেয় নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান তাঁরা। তার আগে, অন্তত ৬০০ ঘণ্টা মহড়া দেওয়া হয়ে গিয়ে থাকে তাঁদের। রাজধানীর সেই কুচকাওয়াজের আমেজ এসে লেগেছে মুম্বইয়ের শিবাজী পার্কেও। মুম্বই পুলিশের আধিকারিকদেরও মহড়া দিতে দেখা গেল। (ছবি:PTI)
এই বছর রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৯টি মন্ত্রক তাঁদের 'ট্যাবলো' পেশ করতে চলেছে বলে খবর। (ছবি:PTI)
শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি দেখা গেল ভারতীয় নৌবাহিনীর মধ্যেও। মুম্বইয়ের শিবাজি পার্কে মহড়ায় ব্যস্ত তাঁরা। সব মিলিয়ে তুঙ্গে তোড়জোড়। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -