Republic Day 2024: কর্তব্যপথে কুচকাওয়াজে ভারতের 'অর্ধেক আকাশ', দেশ সাক্ষী থাকল নারীশক্তির উড়ানের
রাজধানীর রাজপথে নারী শক্তির ঢেউ। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে নেমে এল অর্ধেক আকাশ! এই প্রথম সেনাবাহিনীর তিন শাখার সমস্ত সশস্ত্র বিভাগের মহিলা সদস্যরা অংশ নিলেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজধানীর রাস্তায় দেশের নারীশক্তির উড়ান দেখলেন দেশবিদেশের অতিথিরা। সাড়ম্বর কুচকাওয়াজ থেকে শুরু করে রুদ্ধশ্বাস স্টান্ট, সবেতেই দেখা গেল দখল।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার চোখে পড়ে তিন বাহিনীর নারী শক্তির পরাক্রম। সিআরপিএফ, বিএসএফ, এসএসবি-র মহিলা জওয়ানদের মোটরবাইক স্টান্ট ছিল চোখ ধাঁধানো।
ছেলেদের চেয়ে তাঁরা যে কোনও অংশে কম যান না, কর্তব্যপথে সেটাই দেখালেন সেনাবাহিনীর মহিলা সদস্যরা।
কর্তব্যপথে এই প্রথম কুচকাওয়াজে অংশ নিল বিএসএফের ব্যান্ড। প্যারেডের মধ্যে দিয়ে বিএসএফের মহিলা জওয়ানরা নারী শক্তি তুলে ধরেন।
ভারতীয় বায়ুসেনার কুচকাওয়াজে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার রশ্মি ঠাকুর, সুমিতা যাদব, প্রতীতী অহলুওয়ালিয়া এবং ফ্লাইট লেফটেন্যান্ট কিরিট রোহিল।
ভারতীয় নৌসেনার ট্যাবলোর থিম ছিল নারীশক্তি ও আত্মনির্ভরতা। মহিলা দ্বারা পরিচালিত নৌসেনার ট্যাবলোয় একাধিক বিমানবাহী রণপোত ও সাবমেরিনের মডেল তুলে ধরা হয়।
কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবারই প্রথম অংশ নিলেন সশস্ত্র সেনাবাহিনীর সব মেডিক্যাল শাখার মহিলা জওয়ানরা। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবার নারীশক্তির জয় হো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -