Russia Ukraine War: ইউক্রেনে আটকে সন্তান, ভারতে হাহাকার বাবা-মায়ের
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। রাশিয়ার আক্রমণে পর্যুদস্ত ইউক্রেনের সেনা। ইউক্রেনের এই ডামাডোলের পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে ভারতের একাধিক পরিবারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপড়াশোনার কারণে ভারতের বহু পড়ুয়া রয়েছেন ইউক্রেনে। হঠাৎ যুদ্ধ শুরু হওয়ায় পূর্ব ইউরোপের দেশটিতে আটকে পড়েছেন বহু পড়ুয়া। দেশের নানা রাজ্যের পড়ুয়া আটকে রয়েছেন। রয়েছেন বাংলার একাধিক বাসিন্দাও।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই সেখান থেকে পালাচ্ছেন বহু নাগরিক। ইতিমধ্যেই কয়েকজন ফিরেছেন। কিন্তু এখনও অনেকেই সেখানে আটকে। বিমান না পেয়ে ঘরবন্দি বহু ভারতীয় নাগরিক।
কীভাবে রয়েছে বাড়ির সন্তান। উদ্বেগে-উৎকণ্ঠায় ঘুম ছুটেছে বাড়ির লোকের। যেভাবে পারছেন ইউক্রেনে থাকা পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন অনেকে।
দিল্লিতে রয়েছে ইউক্রেনের দূতাবাস। সেখানে ভিড় জমিয়েছেন অনেক অভিভাবক। পরিস্থিতির খোঁজ নিয়ে দূতাবাসের বাইরে ভিড় করছেন অনেকে।
সন্তানদের সঙ্গে ফোনে-হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন বাবা-মায়েরা। কখনও কখনও যোগাযোগ করতে না পেরে প্রবল চিন্তায় বাড়ির লোক।
সন্তান কীভাবে ফিরবে বাড়িতে? যতদিন না ফিরতে পারছে নিরাপদে থাকতে পারবে তো? উদ্বেগ মায়ের। কেউ কেউ ভেঙে পড়ছেন কান্নায়।
রাশিয়ার হামলায় নিন্দায় সরব বহু দেশ। ভারতীয় নাগরিকদের অনেকেও এর বিরোধিতা করছেন। যুদ্ধ নয়, শান্তির চাই--এই বার্তা নিয়ে বিক্ষোভও হয়েছে দেশের একাধিক জায়গায়।
বিশ্ব শান্তির পক্ষে সওয়াল ভারতের স্কুল পড়ুয়াদেরও। প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তি ফেরানোর জন্য আবেদন ভারতের একটি স্কুলের পড়ুয়াদের।
ভারতে রাশিয়ার দূতাবাসের সামনে পাহারা রয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখেছে ভারতের প্রশাসন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -