Vladimir Putin: একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রাশিয়া, শীঘ্রই বাজারে ক্যান্সারের টিকা ও ওষুধ, ঘোষণা পুতিনের
সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে টিকাকরণের লক্ষ্য নিয়েছে ভারত সরকার। অন্য দেশগুলিতেও গবেষণা, অনুসন্ধান চলছে। সেই আবহেই বড় ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুতিন জানিয়েছেন, ক্যান্সার নিরাময়কারী টিকা তৈরির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রুশ বিজ্ঞানীরা। শীঘ্রই সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে ক্যান্সার প্রতিরোধী টিকা। ফাইল চিত্র।
টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা করেন পুতিন। তিনি বলেন, “ক্যান্সারের তথাকথিত টিকা এবং ক্যান্সারের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার নতুন ওষুধ তৈরির খুব কাছাকাছি রয়েছি আমরা।” ফাইল চিত্র।
মস্কো ফোরাম অন ফিউচার টেকনোলজিস থেকে পুতিন আরও বলেন, “ব্যক্তিবিশেষর উপর শীঘ্রই সেগুলির প্রয়োগ হবে এবং তাতে কার্যকরী ফল মিলবে বলে আশাবাদী।” ফাইল চিত্র।
ক্যান্সারের কোন ধরনের প্রতিষেধক এবং ওষুধ তৈরি করছে রাশিয়া, কাদের উপর সেগুলি প্রয়োগ করা হবে এবং কী পদ্ধতিতে প্রয়োগ করা হবে, তা যদিও বিশদে খোলসা করেননি পুতিন। ছবি: ফ্রিপিক।
তবে রাশিয়া একা নয়, পৃথিবীর অন্য একাধিক দেশও ক্যান্সারের প্রতিষেধক এবং ওষুধ তৈরির চেষ্টা চালাচ্ছে। গত বছর ব্রিটেন জানায়, জার্মানির BioNTech সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে তাদের। এর আওতায় ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিবিশেষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে। ২০২৩ সাল পর্যন্ত ১০ হাজার রোগীর উপর এই পরীক্ষামূলক প্রয়োগ চলবে বলে জানানো হয়। ছবি: ফ্রিপিক।
ফার্মাসিউটিক্যাল সংস্থা Moderna, Merck &Co-ও ক্যান্সারের প্রতিষেধক তৈরির কাজে লিপ্ত রয়েছে। মাঝামাঝি পর্যায়ে রয়েছে তাদের গবেষণা। যে ত্বক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, সেই Melanoma-র বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা বাড়িয়ে দেয় তাদের তৈরি প্রতিষেধক। সাড়ে তিন বছরের চিকিৎসায় মৃত্যুর ঝুঁকি কমে। ছবি: ফ্রিপিক।
এই মুহূ্র্তে চিকিৎসা বিজ্ঞানের জগতে Human Papillomaviruses (HPV)-এর বিরুদ্ধে মাত্র ছ’টি প্রতিষেধকে অনুমোদন রয়েছে। এই HPV ভাইরাস সার্ভাইক্যাল ক্যান্সার, মতো কিছু ধরনের ক্যান্সারের জন্য দায়ী। ছবি: ফ্রিপিক।
Hepatitis B (HBV)-র মোকাবিলা করতেও টিকা রয়েছে, যা থেকে লিভার ক্যান্সার হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO). ছবি: ফ্রিপিক।
এর আগে, করোনা কালে রাশিয়া নিজস্ব স্পুটনিক ভি টিকা তৈরি করেছিল। মানুষকে আশ্বস্ত করতে সেই টিকা নিজে গ্রহণ করেছিলেন পুতিন। ছবি: ফ্রিপিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -