Saraswati Puja 2024: শাশুড়ি হাসপাতালে, নাচের স্কুলে সরস্বতী পুজোতেও মন খারাপ ডোনার
সরস্বতী পুজো মানেই ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে যেন এক মন ভাল করা পর্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে দীর্ঘদিন ধরেই আয়োজিত হচ্ছে সরস্বতী পুজো।
ডোনা জানিয়েছেন, প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো এই পুজো।
প্রথমে বাড়ির পুজো হিসেবেই এই পুজো হতো। পরবর্তীকালে ২০০০ সালে যখন ডোনা দীক্ষামঞ্জরী নামে নাচের স্কুলটি চালু করেন তারপর থেকে এই নাচের স্কুলেই সরস্বতী পুজো হয়।
ছাত্র-ছাত্রীরা এই পুজোয় অংশগ্রহণ করে। পুজোর পর প্রসাদ বিতরণ এবং খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা ছিল।
তবে বাণীবন্দনার উৎসবের মধ্যেও মন খারাপ ডোনা গঙ্গোপাধ্যায়ের।
শাশুড়ি অর্থাৎ ভারতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
নিরূপাদেবী এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। যে কারণে উদ্বেগ রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে।
পুজোর দিন সন্ধ্যায় প্রত্যেক বছরের মতো নাচের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ডোনার বাড়িতে। দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরা তাতে অংশ নেয়।
বেশ কয়েক বছর ধরে মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল ডোনার বাড়ির সরস্বতী প্রতিমা বানাচ্ছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সনাতন এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তাই ডোনা তাঁকে সংবর্ধনা দেন। ছবি - ডোনা গঙ্গোপাধ্যায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -