Lightning Strikes: মিনিটে ৫০০ বারের বেশি, ২ ঘণ্টায় নাগাড়ে বজ্রপাতে শিহরিত ওড়িশার বিস্তীর্ণ অংশের মানুষ
প্রকৃতি রুষ্ট। একথা বলাইবাহুল্য। সম্ভবত তাই বারবার রুদ্রমূর্তি ধারণ করেছে। সম্প্রতি হিমাচল প্রদেশে নাগাড়ে বৃষ্টি, ধসের জেরে বহু ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু ঘটনা দেখা গেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই তালিকায় নবতম সংযোজন ওড়িশায় বজ্রপাত। যেখানে শনিবার বারবার চমকেছে সাধারণ মানুষ।
১২০ মিনিটে, অর্থাৎ ২ ঘণ্টায় এখানে অন্তত ৬১০০০ হাজার বার বজ্রপাত হয়েছে বলে খবর। অর্থাৎ মিনিটে পাঁচশোরও বেশি।
বারংবার বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১২ জন। জখম হয়েছেন ১৪ জন, জানিয়েছেন ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার সত্যব্রত সাহু।
যদিও এই বিপদ এখনও রয়েছে, কারণ ভারতীয় আবহাওয়া দফতর এখানে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত একাধিক সতর্কতা জারি করেছে।
শনিবারের বজ্রপাতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে চার জন খুরদা জেলার। ২ জন বালানগির জেলার এবং আঙ্গুল, বৌধ, ঢেঙ্কানল, গজপতি, জগৎসিংপুর এবং পুরী জেলা থেকে একজন করে রয়েছেন।
ওড়িশা প্রশাসন জানিয়েছে, বজ্রপাতের কারণে গজপতি এবং কন্ধমাল জেলায় আটটি গবাদি পশুও মারা গিয়েছে।
বজ্রপাতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে।
দীর্ঘদিন পরে বর্ষা ফিরলে এমন অস্বাভাবিক বজ্রপাত হয় বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ঠান্ডা ও উষ্ণ (Warm Air) বায়ুর সংঘর্ষে এমন ঘন ঘন বজ্রপাত ঘটে।
বঙ্গোপসাগরের উপরে এখন ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা ক্রমশ নিম্নচাপে পরিণত হচ্ছে। তার প্রভাবেই গোটা ওড়িশাজুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। IMD-এর বুলেটিন জানাচ্ছে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশার অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -