German Chancellor in India : রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা অর্পণ, প্রথম ভারত সফরে কী বার্তা জার্মানির চ্যান্সেলরের
জার্মানির চ্যান্সেলর হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন ওলাফ স্কোলজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, শনিবার থেকেই তাঁর দুই দিনের ভারত সফর শুরু হল।
এই সফরে ইউক্রেন সঙ্কট, ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে চিনের কার্যকলাপ, ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার মতো বিষয়ে আলোচনা হতে পারে।
ভারতে পা রেখে নিউদিল্লির রাজঘাটে যান জার্মানির চ্যান্সেলর। সেখানে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান।
আজ প্রথমে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজধানীর হায়দরাবাদ হাউসে দেখা করেন স্কোলজ।
উভয় দেশের রাষ্ট্রনেতাই এবার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মিটিংয়ে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ অন্যান্যরা।
একই ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আগ্রহের বিষয়ে সমঝোতার কারণে, ভারত ও জার্মানির মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে। উভয় দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি।
পারস্পরিক বৈঠক শেষের পর জার্মানির চ্যান্সেলর ও প্রধামন্ত্রী মোদি সাংবাদিক বৈঠক করেন। উভয় দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময়ের দীর্ঘ ইতিহাসের কথা তখনই উল্লেখ করেন তিনি।
জার্মানির চ্যান্সেলর সাংবাদিক বৈঠকে বলেন, বিশাল উত্থান হয়েছে ভারতের। অনেক কিছু ঘটেছে। যা উভয় দেশের সম্পর্কের পক্ষে ভাল। রাশিয়ার আগ্রাসনের ফলে গোটা বিশ্বে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -