ATKMB vs EB: রেকর্ড বনাম আত্মসম্মান, কলকাতা ডার্বিতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, জিতবে কোন দল?
মরসুমে নিজেদের শেষ লিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। লাল হলুদের পরের পর্বে যাওয়ার কোনও সুযোগ না থাকলেও, সবুজ মেরুনের সামনে প্রথমে চারে জায়গা পাকা করার হাতছানি রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ডার্বিতে যে লিগ অবস্থান, ফর্ম, কোনও কিছুরই তেমন গুরুত্ব নেই, তা ম্যাচের আগে দুই দলের কোচই মেনে নিচ্ছেন। তাই শনিবাসরীয় ম্যাচে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে।
টানা সাত ডার্বি জিতেছে এটিকে মোহনবাগান। তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সবুজ মেরুন।
অপরদিকে ইস্টবেঙ্গলও কিন্তু লিগশিল্ডজয়ী মুম্বই সিটিকে হারিয়েই এই ম্যাচে মাঠে নামছে। তবে ক্লেটন সিলভার জন্য বিশেষ কোনও পরিকল্পনা করতে নারাজ ফেরান্দো।
ফেরান্দো বরং মাঠে উপস্থিত ২২ জন খেলোয়াড়কেই নজরে রাখতে চান।
এই ম্যাচের আগে লিগ তালিকায় সবুজ-মেরুন অনেকটা এগিয়ে থাকলেও, ডার্বিতে তাঁরা বাড়তি কোনও সুবিধা পাবেন বলে মনে করতে নারাজ স্টিফেন কনস্ট্যান্টাইন।
লাল হলুদ কোচ কনস্ট্যান্টাইনের মতে ম্যাচের প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত যে দলটি দাপট দেখাবে, ম্যাচের পর শেষ হাসিটাও তারাই হাসবেন।
সবুজ মেরুনের লক্ষ্য ম্যাচ জিতে প্রথম চার নিশ্চিত করা। অপরদিকে, কনস্ট্যান্টাইনের মতে এই ম্যাচটা লাল হলুদের কাছে আত্মসম্মানের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -