Udyan Utsav 2024 : ৪২ হাজার টিউলিপ, ৮৫ প্রজাতির ফুল-বিশিষ্ট 'উদ্যান উৎসব'-এর উদ্বোধন রাষ্ট্রপতির; কবে সাধারণের জন্য ?
'অমৃত উদ্য়ান'-এ 'উদ্যান উৎসব' ২০২৪-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার থেকে এই উদ্যান জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানায় রাষ্ট্রপতি ভবন।
১৫ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই উদ্যান। এবার এই উৎসবে থাকছে ৮৫ প্রজাতির ফুল। এছাড়া ফ্লোরাল ক্লক ও সেল্ফি পয়েন্ট।
রাষ্ট্রপতির অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্যান উৎসবের-১ কারণে ২ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত খোলা থাকবে অমৃত উদ্যান।
এই প্রথম ১৮ প্রজাতির ৪২ হাজার টিউলিপ বিশিষ্ট থিম গার্ডেন দেখা যাবে অমৃত উদ্যানে।
visit.rashtrapatibhavan.gov.in-এ গিয়ে অনলাইন বুকিং করা যাবে। এর পাশাপাশি ৩৫ নম্বর গেটের বাইরে থাকছে সেল্ফ-সার্ভিস কিয়স্ক। বিনমূল্যে স্লট বুক করা যাবে।
প্রেসিডেন্ট'স এস্টেটের ৩৫ নম্বর গেট দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন ভিজিটররা।
দর্শনার্থীদের সুবিধার্থে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে ৩৫ নম্বর গেট পর্যন্ত প্রতি আধ ঘণ্টা অন্তর শাটেল বাস থাকবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত তা চলবে।
ভিজিটররা সঙ্গে রাখতে পারেন- মোবাইল ফোন, ইলেক্ট্রনিক কি, পার্স/হ্যান্ডব্যাগ, জলের বোতল ও বাচ্চাদের দুধের বোতল।
২২ ফেব্রুয়ারি বিশেষভাবে সক্ষম ও বিশেষভাবে দৃষ্টি-সক্ষমদের জন্য ২৩ ফেব্রুয়ারি খোলা থাকবে উদ্যান। ২৩ ফেব্রুয়ারি খোলা থাকবে প্রতিরক্ষা, আধাসামরিক ও পুলিশবাহিনীর জন্য, ১ মার্চ মহিলা, আদিবাসী, মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও ৫ মার্চ শিশু ও অনাথদের জন্য খোলা থাকবে উদ্যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -