‘লক্ষ্য ২০২১- টার্গেট বাংলা’! বালুরঘাটে বিয়ের আসরে নবদম্পতিকে প্রচার পুস্তিকা উপহার বিজেপি নেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2020 06:21 PM (IST)
1
এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হলেও, উপহারে নিঃসন্দেহে তাজ্জব বনে গিয়েছেন নবদম্পতি। অবাক বিয়েবাড়ির অন্য অতিথিরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
বৃহস্পতিবার বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে এই উপহার দেন বালুরঘাট শহরের বিজেপি সভাপতি।
3
তার ওপর জ্বলজ্বল করছে নরেন্দ্র মোদির ছবি। দক্ষিণ দিনাদপুরের বালুরঘাটের খিদিরপুর এলাকার ঘটনা।
4
এই অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে এসে আজব উপহার বিজেপি নেতার। নবদম্পতির হাতে তুলে দিলেন দলের প্রচার পুস্তিকা। বইয়ের ওপর বড় বড় হরফে লেখা, ‘লক্ষ্য ২০২১- টার্গেট বাংলা’।
5
আলো-ঝলমলে চারদিক। বাজছে সানাইয়ের সুর। অনুষ্ঠান আলো করে রয়েছেন নবদম্পতি। শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে উপহার তুলে দিচ্ছেন অতিথিরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -