এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমপান, ঝড়ের গতি কোন জেলায় কত হতে পারে
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত রাজ্য বিদ্যুত্ বন্টন সংস্থা।করোনা-আবহে হাসপাতালে বিদ্যুত্ বিপর্যয় ঠেকাতে প্রস্ততি।সব ডিভিশনেই ট্রান্সফর্মার ও ডিজেল সেটের ব্যবস্থা। বিদ্যুত্ ভবনে ২৪ ঘণ্টা থাকবেন অফিসার-কর্মীরা।বিদ্যুত্মন্ত্রীর দফতরের হেল্পলাইন চালু।হেল্পলাইন নম্বর ৭৪৪৯৩০০৮৪০, ৯৪৩৩৫৬৪১৮৪।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখোলা হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-১৯৯৫।
ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ-সহ গঙ্গার তীরবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি হতে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিমি।দুই ২৪ পরগনায় ৪ থেকে ৫ মিটার পর্যন্ত সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ৩ থেকে ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
বুধবার সকাল থেকেই এই তিন জেলায় শুরু হতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, তিন জেলায় ঝড়ের গতিবেগ সাধারণত ঘণ্টায় ১৬৫ থেকে ১৭৫ কিমি থাকবে। তবে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্তও হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাস, এই তিন অস্ত্র নিয়ে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে আমপান। স্থলভাগে এই শক্তি নিয়ে আছড়ে পড়লে কতটা ভয়াবহ রূপ ধরতে পারে আমপান,, তার আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমপানের তাণ্ডবে প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবনও।
মৌসম ভবন জানিয়েছে, ১৯৯৯-এর পর বঙ্গোপসাগরে এটিই দ্বিতীয় সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড়-সুপার সাইক্লোন। সমুদ্রে এর বাতাসের গতি বর্তমানে ২০০-২৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। আমপান ক্রমেই এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। দেখে নেওয়া যাক, আমপানের দাপটে কোন জেলায় কত জোরে ঝড় হবে।
পরিস্থিতি মোকাবিলায় তত্পর প্রশাসন। আগাম সর্তকতামূলকক ব্যবস্থা হিসেবে দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ মানুষকে সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার মানুষকে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর ৪০ হাজার মানুষকে সরানো হয়েছে।পঃ মেদিনীপুরে ১০ হাজার মানুষকে সরানো হয়েছে।
ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। দুই ২৪ পরগনা, মেদিনীপুরের পাশাপাশি প্রভাব পড়বে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল সকাল থেকে কলকাতায় বইবে ঝোড়ো হাওয়া। কাল কলকাতায় বাজার বন্ধের অ্যাডভাইসারি জারি করেছে আবহাওয়া দফতর। মানুষ যাতে বাইরে না বেরোন, তারও পরামর্শ দিয়েছেন আবহবিদরা।
এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমপান, ঝড়ের গতি কোন জেলায় কত হতে পারে ক্রমেই এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমপান। এখন ঘূর্ণিঝড়ের অবস্থান দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে। ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৪৮০ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, কাল বিকেল থেকে সন্ধের মধ্যে দিঘা ও হাতিয়ার মধ্যে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। মেদিনীপুরের একাংশেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। মুখ্যসচিবের নেতৃত্বে কাজ করছে টাস্ক ফোর্স। পুলিশ-প্রশাসনের নিচুতলাতেও বার্তা পৌঁছেছে।‘
জরুরি বৈঠক ক্যাবিনেট সচিবের। জাতীয় সঙ্কট মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। ভিডিও কনফারেন্সে ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। অবিলম্বে উপকূল এলাকা খালি করতে বলল কেন্দ্র। তৈরি সেনা, নৌসেনা, বায়ুসেনা, উপকূলরক্ষী বাহিনী। উদ্ধারে প্রস্তুত সেনা কপ্টার ও যুদ্ধজাহাজ। অত্যাবশ্যকীয় পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপরতা। টেলিকম-বিদ্যুৎ মন্ত্রকের অফিসারদের তৈরি থাকার নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -