Durga Puja Vacation: কালিম্পং ও সিকিমের মাঝে নতুন ট্যুর ডেস্টিনেশন ত্রিবেণী, তিস্তার পাড়ে ক্যাম্পের অভিজ্ঞতা
পুজোর ট্যুর ডেস্টিনেশনের তালিকায় এবার জুড়তে চলেছে কালিম্পঙের পাহাড়ি গ্রাম, ত্রিবেনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকালিম্পঙে এভাবেই তৈরি হয়েছে হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা। গ্রামের নাম ত্রিবেণী। কালিম্পং ও সিকিমের মাঝে নতুন ট্যুর ডেস্টিনেশন।
নদীর পাড়ে ছোট ছোট তাঁবু। সেখানেই রাত্রিযাপন। সন্ধে নামলে ক্যাম্প ফায়ারের উষ্ণতা। সঙ্গে তিস্তা আর রঙ্গিতের সঙ্গমে মিলবে রাফটিংয়ের রোমাঞ্চ।
বর্ষার পরেই পর্যটকদের ঢল নামে। দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা।
এই পর্যটনকে কেন্দ্র করেই কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন গ্রামবাসীরা।
প্রকৃতির নির্মল স্পর্শ পেতে অনেকেই ভিড় জমাচ্ছেন কালিম্পঙের এই ছোট্ট গ্রামে।
পেশক রোডের লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে দেখা যায় এই গ্রাম।
আগে থেকে বুক করে তারপরই যাওয়া ভাল। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, তিনচুলেথেকে যাওয়া যায়। নামতে হবে তিস্তা বাজারে। সেখান থেকে যে ক্যাম্পে যাবেন, সেখানে ফোন করে গাড়ি বুক করে নিতে পারেন।
পর্যটকরা ছাড়াও আশেপাশের অনেকেই ত্রিবেণীতে পিকনিক করতে আসেন। প্রত্যেকের জন্যই আলাদা টেন্টের ব্যবস্থা থাকে।
অতএব কাঁধে ব্যাগ নিয়ে এবার শুধু লেটস গো বলার অপেক্ষা। (সব ছবি ও তথ্য: উমেশ তামাঙ্গ, দার্জিলিং)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -