Cyclone Yaas সাইক্লোন-বিধ্বস্ত জেলায় দুর্গত মানুষদের উদ্ধার সেনা-এনডিআরএফ থেকে উপকূলরক্ষী বাহিনীর
নিউ দিঘায় ঘূর্ণিঝড় ইয়াসের দাপট। সমুদ্র উত্তাল। বোল্ডার ছাপিয়ে জল চলে আসে রাস্তায়। জলমগ্ন বহু দোকান। জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র তীরবর্তী এলাকায় হাঁটুজল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোকান থেকে পণ্যসামগ্রী বের করে নেওয়ার চেষ্টা করলেও সম্ভব না হওয়ায় ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ী। পরে জলোচ্ছ্বাস কমলে, মাটি কাটার যন্ত্র দিয়ে সৈকত লাগোয়া সিঁড়ি ভেঙে জল নামার ব্যবস্থা করা হয়।
বাংলা-ওড়িশা সীমানায় উদয়পুর সমুদ্র সৈকত। ভেঙে পড়ে ওয়াচ টাওয়ার। উড়ে যায় আশপাশের দোকানের টিনের ছাউনি। ভেঙে পড়েছে সমুদ্র তীরবর্তী বহু দোকান। বোল্ডারের বড় বড় পাথর উড়ে এসে পড়েছে রাস্তায়। ভেঙে গিয়েছে নৌকা। তার টুকরো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে সৈকত জুড়ে।
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে দিঘার সমুদ্রের রুদ্র রূপ। প্রবল জলোচ্ছ্বাসের জেরে নারকেল গাছের মাথা ছুঁল ঢেউ। সকাল থেকে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায়। সঙ্গে বৃষ্টি। সকাল সাড়ে ৭টা নাগাদ গার্ডওয়াল টপকে দিঘা শহরে জল ঢুকতে শুরু করে।
কার্যত জলের তলায় চলে যায় আশপাশের দোকান। জলে ভেসে যায় মোটরবাইক। আগেই দিঘা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেল থেকে সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সাইক্লোন সেন্টারে আশ্রয় নেন বহু মানুষ।
সামুদ্রিক জলোচ্ছ্বাসে সমুদ্র তীরবর্তী বাঁধ ভেঙে প্লাবিত কাঁথির শৌলা, পেটুয়াঘাট, বাঁকিপুট গ্রাম। আটকে পড়েন গ্রামবাসীরা।
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড তাজপুর। হাওয়ার দাপটে গোড়া থেকে উপড়ে গিয়েছে অসংখ্য ঝাউগাছ। সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে বইছে জল। আশপাশের একাধিক গ্রামে বাড়িঘর, দোকান ভেসে গিয়েছে। শেষ সম্বল আর গবাদি পশুদের নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন বহু গ্রামবাসী।
কপিলমুনীর আশ্রমে জল ঢুকে যাওয়ায় সেখান থেকে মানুষজনকে উদ্ধার করে এনডিআরএফ। কুলপি ও কাকদ্বীপেও জলবন্দি মানুষকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা।
তাজপুরে জলমগ্ন হোটেল। জলবন্দি হোটেল কর্মীরা। ভেসে গিয়েছে রাস্তাঘাট।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব। ঝোড়ো হাওয়ার দাপটে দিঘার কাছে রামনগর ২ নম্বর ব্লকের সতিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১৬-র বি জাতীয় সড়কে গাছ উপড়ে বিপত্তি। দ্রুত এলাকায় পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে এনডিআরএফ।
মন্দারমণিতে প্রভাব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। আশপাশের হোটেলগুলোতে জল ঢুকে যায়। রাস্তা টপকে গ্রামগুলোতেও জল ঢুকতে শুরু করেছে। প্রবল ঝোড়ো হাওয়ায় উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ির চাল। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত।
রূপনারায়ণের জলে প্লাবিত মহিষাদল, নন্দকুমার, কোলাঘাট, তমলুকের বেশ কয়েকটি গ্রাম।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব হলদিয়াতেও। হলদি নদীতে জলোচ্ছ্বাস। জল ঢুকতে শুরু করে হলদিয়া শিল্পাঞ্চলে। প্লাবিত হলদিয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড। ক্ষয়ক্ষতি এড়াতে দোকানঘর বেঁধে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় এনডিআরএফ। নামানো হয় নৌকা।
প্লাবিত হলদিয়ার নয়াচর। জলমগ্ন রেসকিউ সেন্টার। হোভারক্রাফট নিয়ে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। সব ছবি সৌজন্য - প্রতিরক্ষামন্ত্রক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -