Jamai Sashthi Sweets: জামাইষষ্ঠীর সঙ্গেই বৌমাষষ্ঠীও, 'মিষ্টি' মোড়কে চমক চন্দননগরের দোকানের
জামাইষষ্ঠী। মিষ্টি, ভালো খাবারে জামাইদের বরণ-আপ্যায়নের বঙ্গজীবনের পুরনো রীতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জামাইষষ্ঠীর এই শুভ লগ্নে একই মেজাজে হোক বৌমাষষ্ঠী পালনও। এমনই 'মিষ্টি' বার্তা নিয়ে হাজির এক দোকান।
হুগলির চন্দননগরের বিখ্যাত মিষ্টির দোকান সূর্য মোদক হাজির করেছে এমনই অভিনব ভাবনা।
বৌমাদেরও একইভাবে খাতির-আপ্যায়ন হোক এই বার্তা দিতে এবং মহিলাদের প্রতি সম্মান জানাতেই বৌমাষষ্ঠীর মিষ্টি হাজির করেছে তারা।
চন্দনগরের সূর্য মোদকের দোকানের গ্রাহকদেরও বেশ মনে ধরেছে বৌমাষষ্ঠী স্পেশাল মিষ্টি।
এমনিতেই সারা বছর বিভিন্ন রকমারী মিষ্টি প্রস্তুত করে থাকে দোকানটি। রসমাধুরী, গোলাপের স্বাদে রসগোল্লা, মতিচুর, জলভরা এখানকার স্পেশাল মিষ্টি হিসেবেই পরিচিত।
জামাইষষ্ঠীর বিশেষ অনুষ্ঠানের প্রাক্কালে বানানো হয়েছে 'জামাইষষ্ঠী' মিষ্টিও।
তবে তাদের বানানো বৌমাষষ্ঠীর মিষ্টি একেবারে সুপারহিট। অনেকেই দোকানে আসছেন এই বিশেষ ধরণের সন্দেশের খোঁজে।
বৌমাষষ্ঠী স্পেশাল প্রতিটি সন্দেশের দাম ৩০ টাকা। (ছবি ও তথ্য- সৌরভ বন্দ্যোপাধ্যায়।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -