Fuel Price Rise Protest: জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ
কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় জ্বালানি দামবৃদ্ধির প্রতিবাদ-বিক্ষোভ চলল দিনভর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যানিংয়ে তৃণমূলের মিছিল। নেতৃত্বে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এদিন রান্নার গ্যাস ঘাড়ে নিয়ে জীবনতলার সদানন্দ মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা।
বাইক হাঁটিয়ে, আগুন জ্বালিয়ে রাস্তায় বসে রান্না করে তৃণমূলের অভিনব প্রতিবাদ।এই ছবি কুলটির ডুবুরডি চেকপোস্ট এলাকার। ২ নম্বর জাতীয় সড়কের ধারে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরোধিতায় চুঁচুড়ায় ঘড়ির মোড়ে তৃণমূলের প্রতিবাদ। বিকেল ৪টে পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ।
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। নেতৃত্বে বোলপুরের তৃণমূল সাংসদ-সহ অন্য নেতারা। দুবরাজপুরের হেতমপুরে পেট্রোল পাম্পের সামনে তৃণমূলের গণস্বাক্ষর কর্মসূচি।
তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঁকুড়ার বড়জোড়ায় বিক্ষোভ। সাইকেল ভ্যানে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদ। বাইক নিয়ে হেঁটে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। জয়পুরে গরুর গাড়ি চালালেন তৃণমূল ব্লক সভাপতি।
শিবপুর মন্দিরতলায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ। উনুনে হাঁড়ি বসিয়ে, খাটে বাইক শুইয়ে রেখে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা।
সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল হলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। মেমারি পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী দড়ি বেঁধে গাড়ি চালিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি, ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ১৩ কিলোমিটার পথ গরুর গাড়িতে চড়ে পাড়ি দেন।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাশীপুরে বিটি রোডে পেট্রোল পাম্পে তৃণমূলের বিক্ষোভ। বিটি রোডে মিনিট পনেরো ধরে চলে প্রতীকী অবরোধ।
রাম মন্দিরের কাছে স্মিতা বক্সীর নেতৃত্বে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। ঠেলাগাড়িতে স্কুটার চাপিয়ে অভিনব প্রতিবাদ।
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চেতলায় অহীন্দ্র মঞ্চের সামনে অবস্থান। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক পরেশ পাল।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৈষ্ণবঘাটায় তৃণমূলের প্রতিবাদ। পেট্রোল পাম্পের ডিসপ্লে মেশিন সেজে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেহালার চড়কতলা এলাকায় সাইকেল চালিয়ে ঘুরলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -