North 24 Parganas: 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচারে সাইকেলে করে লাদাখের পথে নিমতার বিপ্লব দাস
যে হারে পথ দুর্ঘটনা বাড়ছে তা নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্প নেওয়া হয়েছে। (সব তথ্য ও ছবি - সমীরণ পাল)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর তাকে দেশজুড়ে আরও বেশি প্রচার করার জন্য এবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন নিমতা ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার বিপ্লব দাস।
দেশজুড়ে দুর্ঘটনা কমাতে প্রচারে নামার জন্য সাইকেল অভিযান শুরু করলেন তিনি।
আজ সকালে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দফতর থেকে এই অভিযান শুরু করেন বিপ্লব।
প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন, যাবেন লাদাখ পর্যন্ত।
সাইকেলে প্রচার চালাবেন দুর্ঘটনা রোধে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে।
নিমতার বাসিন্দা বিপ্লব দাসকে উৎসাহিত করেন ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন ব্যারাকপুর কমিশনারেট ডিসি ট্রাফিক সন্দীপ কারার।
প্রায় দশ দিনের এই দুর্গম সফর আজ তিনি শুরু করলেন। এর আগে তিনি সিকিম সীমান্ত, চিন সীমান্তে গেছিলেন।
লাদাখ অভিযান তাঁর এই প্রথম বলে জানান বিপ্লব দাস। বিপ্লবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
বিপ্লব জানান ডিউটি করতে গিয়ে নিজের চোখের সামনে অনেক মর্মান্তিক দুর্ঘটনা দেখেছেন। তাই দেশজুড়ে দুর্ঘটনা কমাতে তিনি এই উদ্যোগ নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -