Mahesh Jagannath Snan Yatra: দালানেই হল অনুষ্ঠান, করোনাকালে স্নানযাত্রার অন্য ছবি মাহেশে

মাহেশে স্নানযাত্রা

1/12
আষাঢ় মানেই রথযাত্রা। বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ।
2/12
রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নানযাত্রার দিন। বৃহস্পতিবার জগন্নাথদেবের সেই স্নানযাত্রা।
3/12
কিন্তু করোনাকালে, বিগত বছরের উৎসবের চেনা ছবি উধাও।
4/12
অন্যবার এই দিনটায়, হুগলির মাহেশে তিল ধারণের জায়গা থাকে না।
5/12
স্নানযাত্রার দিন মন্দিরের পাশের পিঁড়ির মাঠে বিগ্রহ নিয়ে যাওয়া হত, সেখানেই হত অনুষ্ঠান।
6/12
এবার সেখানে মন্দিরের দালানেই হল অনুষ্ঠান।
7/12
মহামারীকালে, মন্দির কমিটি আগেই জানিয়ে দেয়, মন্দিরেই হবে স্নানযাত্রার অনুষ্ঠান।
8/12
অল্প কিছু ভক্তের উপস্থিতিতে, দেড় মণ দুধ ও আঠাশ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে।
9/12
স্নানের পর জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়।
10/12
গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা।
11/12
করোনা আবহে, এবছরও গড়াবে না হুগলির মাহেশের রথের চাকা।
12/12
ছেদ পড়বে, ৬২৫ বছরের পুরনো, রথযাত্রার রীতিতে। (তথ্য ও ছবি- সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর)
Sponsored Links by Taboola