Mahesh Jagannath Snan Yatra: দালানেই হল অনুষ্ঠান, করোনাকালে স্নানযাত্রার অন্য ছবি মাহেশে
আষাঢ় মানেই রথযাত্রা। বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নানযাত্রার দিন। বৃহস্পতিবার জগন্নাথদেবের সেই স্নানযাত্রা।
কিন্তু করোনাকালে, বিগত বছরের উৎসবের চেনা ছবি উধাও।
অন্যবার এই দিনটায়, হুগলির মাহেশে তিল ধারণের জায়গা থাকে না।
স্নানযাত্রার দিন মন্দিরের পাশের পিঁড়ির মাঠে বিগ্রহ নিয়ে যাওয়া হত, সেখানেই হত অনুষ্ঠান।
এবার সেখানে মন্দিরের দালানেই হল অনুষ্ঠান।
মহামারীকালে, মন্দির কমিটি আগেই জানিয়ে দেয়, মন্দিরেই হবে স্নানযাত্রার অনুষ্ঠান।
অল্প কিছু ভক্তের উপস্থিতিতে, দেড় মণ দুধ ও আঠাশ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে।
স্নানের পর জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়।
গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা।
করোনা আবহে, এবছরও গড়াবে না হুগলির মাহেশের রথের চাকা।
ছেদ পড়বে, ৬২৫ বছরের পুরনো, রথযাত্রার রীতিতে। (তথ্য ও ছবি- সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -