Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
স্কুল খোলার পর মানতে হবে এই নির্দেশ, দেখুন সেগুলি কী কী?
১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, গাইডলাইনের খসড়া তৈরি হয়েছে সেই মতো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্কুল খোলার তোড়জোড় শুরু। উত্তর থেকে দক্ষিণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কলকাতা পুরসভার তরফে চলছে স্যানিটাইজেশন।
এতদিন বন্ধ থাকায় স্কুলের ছত্রে ছত্রে প্রকট দৈন্য দশা। এরই মধ্যে উদ্বেগের পারদ চড়িয়ে রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই।
কী কী জানান হয়েছে গাইডলাইনে? এক সময়ে সব ক্লাস নয়, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা। পড়ুয়াদের ভিড়ে এড়াতে স্কুল শুরু ও ছুটির সময় বদল।
ক্লাস শুরুর আগে ১০ মিনিট করোনা সচেতনতার পাঠ। আপাতত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম।
একটি বেঞ্চে বসা যাবে না ২ জনের বেশি। পড়ুয়াদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও মাস্ক বাধ্য়তামূলক।
স্কুলের ভিতরে আপাতত ঢুকতে পারবেন না অভিভাবকরা। গাইডলাইন অনুমোদনের জন্য পাঠানো হল নবান্নে।
আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনেই পড়াশোনা।
স্কুলের পাশাপাশি, ১৬ নভেম্বর থেকে খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ও।
রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। ইতিমধ্যে করোনাবিধি মেনে স্কুল খুলতে তোড়জোর শুরু করেছে স্কুল ও কলেজ কর্তৃপক্ষগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -