এই অভিনেত্রীরা সার্জারি করিয়েছেন, কারও রূপ খুলেছে, কারও হিতে বিপরীত
তালিকায় সবার আগে নাম আসবে নোরা ফতেহির। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, শরীরকে আকর্ষণীয় করতে একাধিকবার তিনি সার্জারি করিয়েছেন। তাতে তাঁর বলিউড ভাগ্য অবশ্য বিশেষ খোলেনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুদ্ধ দেশি রোমান্স-এর সেই সুন্দরী বাণী কপূর আর নেই। চিবুকে সার্জারি করিয়ে চেহারা বদলে গিয়েছে তাঁর। এখনকার ও আগেকার ছবি দেখলেই তফাত চোখে পড়বে।
দুবার নাকে সার্জারি করিয়েছেন শিল্পা শেট্টি।
সার্জারি যে কতটা ঝুঁকিবহুল তা বোঝা যায় আয়েষা টাকিয়ার সার্জারির আগের ও পরের চেহারা দেখলে।
ঐশ্বর্যা রাই বচ্চনও নাকি লিপ ফিলার, ফেসিয়াল ফিলার, নোজ জব ও চিকস ইমপ্ল্যান্ট করিয়েছেন।
ক্যাটরিনা কাইফ কখনও সার্জারির কথা স্বীকার করেননি। কিন্তু তাঁর আগের ও পরের চেহারা দেখলেই পরিষ্কার, তিনি ঠোঁটে সার্জারি করিয়েছেন।
শরীরে নাকি হেন জায়গা নেই, যেখানে ছুরি কাঁচি ছোঁওয়াননি রাখি সাবন্ত।
শোনা যায়, প্রিয়ঙ্কা চোপড়াও করিয়েছেন নাক ও ঠোঁটের সার্জারি। তাঁকে অবশ্য সার্জারির পর দিব্যি দেখাচ্ছে।
২০১৪ সালে অনুষ্কা শর্মা নাকি লিপ ফিলিং করার সার্জারি করান। উপকার কিছু হয়নি, উল্টে মারাত্মক ট্রোলড হন। সবাই বলে যান, সার্জারির পর তাঁর ঠোঁট রাজহাঁসের মত দেখাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -