Covid Situation: স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, পরবর্তী কোভিডের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন মুলুক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত সপ্তাহে বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কেসের সংখ্যা ১৯ শতাংশ কমেছে। তবে মৃত্যুর সংখ্যা স্থিতিশীল রয়েছে। বিশ্বব্যাপী ১৬ মিলিয়নের বেশি নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে। গত সপ্তাহে মৃত্যু হয়েছে ৭৫ হাজারের বেশি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহু এর তরফে বলা হয়েছে, আলফা, বিটা এবং ডেল্টা সহ করোনা ভাইরাসের প্রজাতিগুলির হানা এবার ধীরে ধীরে কমছে। তবে নতুন করে চিন্তা বাড়িয়ে রেখেছে ওমিক্রন।
সিডিসির প্রকাশিত তথ্য অনুসারে, গত সাত দিনের কোভিড আক্রান্ত কেসের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৪০ শতাংশ কমেছে। যেখানে দৈনিক হাসপাতালে ভর্তির গড় ২৮ শতাংশ কমেছে। দৈনিক গড় মৃত্যুর হার ৯ শতাংশ কমেছে।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সাফ জানিয়ে দিয়েছেন এখনও মাস্ক পরে যেতে হবে। তবে এবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মার্কিন মুলুকের কর্মক্ষেত্র। টিকা নেওয়ার পর অনেকেই সুস্থ এখন। ফলে অফিস থেকে কাজ করা বাধ্যতামূলক করা হচ্ছে।
ফেসবুক, মাইক্রোসফটের মতো সংস্থারাও এবার ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে ওয়ার্ক ফ্রম অফিস করার চিন্তাভাবনা নিয়েছে। তবে মঙ্গলবার মার্কিন মুলুকে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার।
এদিকে স্বাভাবিক হচ্ছে ব্রিটেনও। ইংল্যান্ডে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনা টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রায় ৬ মিলিয়ন শিশুকে টিকা দেওয়ার কাজ হবে প্রাথমিকভাবে।
ব্রিটিশ সরকারের ভ্যাকসিন উপদেষ্টা কমিটি বলেছে যে এই করোনা ভাইরাস শিশুদের জন্য চিন্তার নয়। কিন্তু টিকা দেওয়া থাকলে গুরুতর রোগে আক্রান্ত হবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -