Vijaya Dashami: সিঁদুরখেলা-ধুনুচি নাচে দেশজুড়ে উদযাপন দশমী, পালিত দশেরাও
সারা দেশেই দেবীর বিদায়। নয়া দিল্লিতে প্রতিমা নিরঞ্জনের সময় এক মুহূর্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্গাপুজোর ধুম ছিল জবলপুরেও। দশমীর দিন সিঁদুরখেলা আর ধুনুচি নাচ।
উমাকে বিদায়ের পালা। দেবীবরণের এক মুহূর্ত। পাটনার এক দুর্গাপুজো মন্ডপে।
একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার দিন। দশমীর দিন ত্রিপুরার আগরতলার এক পুজো মন্ডপে।
দশমীর দিনেই নিয়ম মেনে অনেকে দেবী নিরঞ্জন করে থাকেন। কলকাতায় গঙ্গাতেও প্রতিমা নিরঞ্জনের এক মুহূর্ত।
বাংলা থেকে দূরে থেকেও দুর্গাপুজোর সব আনন্দ উপভোগ করে থাকেন অনেকেই। প্রবাসী বাঙালি সংগঠন আয়োজন করেন দুর্গাপুজোর। হায়দরাবাদে তেমনই একটি পুজোয় সিঁদুর খেলা।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিয়ম মেনে দুর্গাপুজো। বিজয়া দশমীর দিন চলছে দেবীর নিরঞ্জন।
কুলুতে চলেছে আন্তর্জাতিক দশেরা উৎসব। সেখানেই উপচে পড়েছে ভিড়।
গতকাল একদিকে দুর্গা দশমী ছিল, অন্যদিকে নবরাত্রি শেষে দশেরাও। পটনায় গাঁধী ময়দানে দশেরা উৎসবে বাজির প্রদর্শনী।
উত্তরপ্রদেশের গোরখপুরে বিজয়াদশমী উপলক্ষে শোভাযাত্রা। উপস্থিত খোদ যোগী আদিত্যনাথ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -