World Cup : রেকর্ডের অপর নাম ডি কক, ব্যাটিং তাণ্ডবের মাঝে গড়লেন কোন কোন নজির ?
জোড়া শতরানে করেছিলেন অভিযান শুরু। তারপর দুই ম্যাচে বড় রান না পেলেও চলতি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার পঞ্চম তথা তাঁর কেরিয়ারের ১৫০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ফের বড় রান পেলেন কুইন্টন ডি কক (Quinton De Kock)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বিশ্বকাপের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও হাঁকিয়ে ফেললেন কুইন্টন ডি কক। বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের ম্যামথ ইনিংস খেলেন কুইনি।
দক্ষিণ আফ্রিকার উইকেট-কিপার ব্যাটারের ব্যক্তিগত কেরিয়ারে এটি তৃতীয়বার দেড়শোর বেশি রানের স্কোর।
ওয়াংখেড়েতে ১৪০ বলে ১৫ টি চার ও ৭ টি ছক্কার সাহায্যে ১৭৪ রানের দাপিটে ইনিংস খেলেন কুইন্টন ডি কক।
পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের হাঁকানো ১৬৩ রান টপকে গিয়ে চলতি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করে ফেললেন ডি কক।
ব্যক্তিগত সর্বোচ্চ রানই শুধু নয়, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানও এই মুহূর্তে ডি ককেরই দখলে। ৫ ম্যাচের শেষে প্রোটিয়া ব্যাটারের ঝুলিতে ৪০৭ রান।
চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের গণ্ডিও টপকালেন ডি কক। এবারের ক্রিকেটের বিশ্বযুদ্ধে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করার প্রেক্ষিতে তাঁর পরেই রয়েছে বিরাট কোহলি (৩৫৪)।
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকাতেও ওপরের দিকে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি কক। বাংলাদেশের বিরুদ্ধে ৭ ছক্কা মেরে আপাতত মোট ১৫ ছক্কা মেরেছেন তিনি। এবারের এখনও সবথেকে বেশি ওভার বাউন্ডারি রোহিত শর্মার (১৭)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০০ রানের ইনিংস দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছিলেন কুইন্টন ডি কক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ১০৯ রান। যদিও নেদারল্যান্ডস (২০) ও ইংল্যান্ড (৪) ব্যর্থ বড় রান পাননি প্রোটিয়া ওপেনার।
কুইন্টন ডি ককের রেকর্ড গড়া ইনিংসে ভর করে বড় রান খাড়া করে দক্ষিণ আফ্রিকাও। বিশ্বকাপে কুইনির ব্যাটে ভর করে দারুণভাবে ছুটে চলেছে প্রোটিয়ারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -