করোনা আবহে বড়দিন পালনে কী ব্যবস্থা নিল রাজ্যগুলি ? দেখুন ছবিতে
জব্বলপুরে সেন্ট অ্যালয়সিয়াসে বড়দিন পালন করছেন মহিলারা। করোনা আবহে বড়দিন পালনের ক্ষেত্রে একাধিক বিধি আরোপ করা হয়েছে। চার্চে ঢোকার ক্ষেত্রেও মানতে হবে বিধি। রাতে কোনও জমায়েত করা যাবে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন সান্তার বেশে গঙ্গায় আরতি করেন কয়েকজন। বড়দিন উপলক্ষে প্রয়াগরাজের সঙ্গমে আরতি করেন তাঁরা।
সান্তাক্লজের পোশাক বিক্রির জন্য জম্মুর রাস্তায় বসে আছেন বিক্রেতা।
বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে কলকাতার রাস্তা।
লক্ষ্মৌর ক্যাথিড্রাল চার্চে পর্যবেক্ষণ করছেন এক প্রশাসনিক আধিকারিক।
এক প্রশাসনিক আধিকারিক লক্ষ্মৌর ক্যাথিড্রাল চার্চে সান্তাকে স্যানিটাইজ করছেন।
সান্তাক্লজের পোশাকে সর্ষে ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যাক্তি।
বড়দিনের আগে আলো দিয়ে সাজানো হয়েছে সিমলার চার্চ।
মহারাষ্ট্রে সান্তাক্লজ ছবি তুলল শিশুদের সঙ্গে। রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। নৈশকালীন কার্ফু জারি করা হয়েছে। ব্রিটেনে দেখা মিলেছে ভাইরাসের নতুন স্ট্রেনের। তাই বিধি নিষেধ আরোপ করেছে সরকার।
জয়পুরের সেন্ট অ্যান্ড্রু গির্জার বাইরে ক্রিসমাসের আগের দিন কোভিড-১৯ এর বিরুদ্ধে একটি সচেতনতামূলক সমাবেশ করে সান্তাক্লজের পোশাক পরা 'নির্ভয়া স্কোয়াড'র নিরাপত্তাকর্মীরা।
গুয়াহাটিতে বড়দিনের সরঞ্জাম কিনছেন সবাই। অসম সরকার বড়দিন এবং নতুন বছর পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -